Breaking

April 13, 2023

যে সব দোয়ায় জান্নাত পাওয়া যায়/সকাল-সন্ধ্যা জিকির

 

আল্লহু আকবার (اللَّهُ أَكْبَرُ)
অর্থঃ সমস্ত কিছুর চেয়ে বড় এবং মহান।

সুবহানাল্লহ (سُبْحانَ الله)
অর্থঃ আল্লাহ তাঁর বান্দাদের প্রতি দয়ালু

আলহামদুলিল্লহ (اَلْحَمْدُ لِله)
অর্থঃ সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর জন্য

লা ইলাহা ইল্লাল্লহ (لَا اِلَهَ اِلَّا الله)
অর্থঃ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই।

আরবিঃ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
বাংলাঃ সুবহানাল্লহি ওয়া বিহামদিহি

আরও পড়তে পারেন

নারীদের গোপন মাসায়েল ও আলোচনা পর্ব ১

হায়েয সংক্রান্ত মাসায়েল ও আলোচনা পর্ব ২

কন্যা সন্তান আল্লাহর রহমত

ইসলামে নারীর পর্দার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

মহিলাদের যাদের সাথে দেখা দেয়া জায়েয

মহিলাদের পোশাক পরিচ্ছদ 

অর্থঃ আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তাঁরই।

উপকারঃ যে ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যা ১০০ বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে বেশি নেকি নিয়ে কেউ আল্লাহর দরবারে হাজির হতে পারবে না। তবে যারা এই দোয়ার আমল করে, তারা ছাড়া। (মুসলিম, হাদিস : ২৬৯২)



আরবিঃ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ
বাংলাঃ সুবহানাল্লহিল আজিম ওয়া বিহামদিহি

অর্থঃ আল্লাহ পবিত্র, মহান-শ্রেষ্ঠতর। সকল প্রশংসা তাঁরই।
উপকারঃ যে ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে উঠে ১০০ বার বলবে এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে, সৃষ্টিকুলের কেউ তার সমপরিমাণ মর্যাদা ও সাওয়াব অর্জন করতে পারবে না। (আবু দাউদ, হাদিস : ৫০৯১)


আরবিঃ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيْم
বাংলাঃ সুবহানাল্লহি ওয়া বিহামদিহি সুবহানাল্লহিল আজিম

আরো পড়ুনঃ

তওবা কবুল হওয়ার শর্ত

তওবার নামাজ কিভাবে পড়তে হয়

নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ

নামাজে টুপি খুলে গেলে করণীয়

কাযা নামাজ পড়ার নিয়ম

 


অর্থঃ মহান আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা তাঁরই, মহান আল্লাহর পবিত্রতা, যিনি শ্রেষ্ঠতর।

উপকারঃ হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে, যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়।(বুখারি, হাদিস : ৬৪০৬)

আরবিঃ لَا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكَ وَ لَهُ الْحَمْدُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْر
বাংলাঃ লা-ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন ক্বদির।


অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসাও একমাত্র তাঁরই জন্য, আর তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান।

উপকারঃ যে ব্যক্তি দৈনিক ১০০ বার এ দোয়াটি পড়বে সে ১০টি গোলাম মুক্ত করার সমান সওয়াব পাবে। তার জন্য ১০০ সওয়াব লেখা হবে এবং আর ১০০ গুনাহ মিটিয়ে ফেলা হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে। কেউ তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে, যে এর চেয়ে ওই দোয়াটির আমল বেশি পরিমাণ করবে। (বুখারি, হাদিস : ৩২৯৩)


আরবিঃ سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ للهِ، وَلَا إلَهَ إلّا اللهُ، وَاللهُ أكْبَر
বাংলাঃ সুবহানাল্লহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার।


অর্থ : আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান।

উপকার : রাসুল (সা.) ইরশাদ করেছেন, আমার কাছে সেসব বিষয়ের চেয়ে বেশি প্রিয়, যার ওপর সূর্য উদিত হয়েছে (দুনিয়া ও দুনিয়ার সব কিছু থেকে বেশি প্রিয়)। (মুসলিম, হাদিস : ৬৭৪০)


আরবিঃ للَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ، الْمَنَّانُ، يَا بَدِيعَ السَّمَوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
বাংলাঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।


অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি। আপনিই তো সকল প্রশংসার মালিক, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি দয়াশীল। আপনিই আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টকর্তা! হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।

উপকারঃ নবী কারিম ছল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দুআ করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তাঁর কাছে চাওয়া হলে তিনি দান করেন। -আবু দাউদ, হা : ১৪৯৫


আরবিঃ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا
বাংলাঃ রদিতু বিল্লাহি রব্বাউঁ ওয়া বিল ইসলামী দ্বীনাউঁ ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাঁও ওয়া রসুলা।


অর্থ : আমি আল্লাহ তাআ'লাকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ ছল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট।

উপকারঃ রাসুলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। -আবু দাউদ, হা: ১৫২৯
অপর বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি সকাল-বিকেল তিনবার এই দুআ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআ'লা তার সাওয়াব বৃদ্ধির দ্বারা তাকে সন্তুষ্ট করবেন। -তিরমিজি : ২/১৭৬

 

আরো পড়তে পারেনঃ

৫ টি কথায় সকল চাওয়া/যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়

প্রথম কাতারে নামাজ পড়ার ফযীলত

সালাতুস তাসবীহ

নামাজ বা সালাত আদায়ের নিয়ম

শিরকের বিবরণ

জুমার গুরুত্ব ও ফজিলত

ইসলামে প্রতিবেশীর অধিকার পর্ব ১

ইসলামে মেহমানদারির গুরুত্ব ও বিধান

ফকির মিসকীনের হক বা অধিকার

ফরজ সালাতের পরের দোয়া ও জিকির

হালাল উপার্জন

হারাম উপার্জনের পরিণতি

দোয়া করার নিয়ম

মহানবীকে স্বপ্নে দেখার উপায়

যে সময় দোয়া কবুল হয়

ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব

সূরা ফাতিহার বৈশিষ্ট্য ও ফজিলত

কবিরা গুনাহসমূহ

যৌবনকাল ইসলামে ইবাদতের শ্রেষ্ঠ সময়

চল্লিশ দিন জামাতে নামাজ পড়ার ফজিলত #তাকবীরউলা

হস্তমৈথুন এবং এটা থেকে বাঁচার উপায়

দামি আতর কেনা কি অপচয় হিসেবে বিবেচিত হবে?

দুই মসজিদ কাছাকাছি, কোন মসজিদে নামাজ পড়বেন?

চেয়ারে বসে নামাজ পড়ার বিধান

মোবাইল ফোনে কোরআন তেলাওয়াতের আদব

 দোয়া কবুল না হওয়ার কারণ

Popular Posts