মোবাইল ফোনে কোরআন পাঠের শিষ্টাচার
আসসালামু আলাইকুম
কোরআনের অ্যাপস
আপনি গুগল প্লে স্টোরে অনুসন্ধান
করে অনেক কোরআন কারীমের অ্যাপ খুঁজে পাবেন। আমরা অনেকেই এই অ্যাপগুলো ব্যবহার করি।
যাইহোক, একজন ধার্মিক ব্যক্তি হিসাবে, এই অ্যাপগুলি ব্যবহার করার আগে সতর্ক হওয়া উচিত।
কারণ এই অ্যাপগুলির মধ্যে অনেকগুলিই রয়েছে যা ভুল এবং সঠিকের সমন্বয়।
তাই অবাধে কোনো অ্যাপ ব্যবহার
করা ঠিক নয়, বরং এক্ষেত্রে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এই বিভ্রান্তিগুলি
এড়াতে, একজন অভিজ্ঞ আলেম বা হাফেজ দিয়ে পরীক্ষা করব যে আমি যে অ্যাপগুলি ব্যবহার
করছি তা সঠিক কিনা? মুসলিম শরিফে এসেছে, ‘এই ইলম হচ্ছে দ্বিনের অংশ। তাই তোমরা তোমাদের
দ্বিন কার কাছ থেকে গ্রহণ করছ তা খেয়াল রেখো।’ (মুসলিম, হাদিসঃ ২৬)
সম্পর্কিত পোষ্ট
Ø নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ
Ø
নামাজ বা সালাত আদায়ের নিয়ম
Ø
কাযা নামাজ পড়ার নিয়ম
Ø তওবার নামাজ কিভাবে পড়তে হয়
ডিভাইসের মাধ্যমে কোরআন তেলাওয়াত
মোবাইল ফোন, কম্পিউটার বা অন্যান্য
ডিজিটাল ডিভাইসে কোরআন তেলাওয়াত করা জায়েজ। এক্ষেত্রে স্পর্শ না করে অযু ছাড়াই তিলাওয়াত
করা যায়। তবে ওযুর পর পাঠ করা মুস্তাহাব। কেননা কোরআন তিলাওয়াত সর্বোত্তম যিকির।
আর হাদিসে উল্লেখ আছে যে, রাসুল (সা.) পবিত্র অবস্থায় না থাকলে যিকির করা পছন্দ করতেন
না। (আবু দাউদ, হাদিসঃ ১৭)
তবে ওযু ছাড়া পর্দায় কোরআন
কারীম স্পর্শ করার ব্যাপারে উলামায়ে কেরামের দুটি মত রয়েছে। সমসাময়িক অনেক আলেম
বলেছেন, পর্দায় কোরআন লেখা স্থায়ী নয়। এটি একটি প্রতিচ্ছবি মাত্র। এটির উপর একটি
আবরণও রয়েছে। তাই ওযু না করেই স্পর্শ করা যাবে।
আবার কেউ বলেন, অজু ছাড়া স্ক্রিনে
কোরআনে কারিম স্পর্শ করা যাবে না। তারা বলেছেন যে প্রয়োজনে স্ক্রিনের পাশে খালি জায়গায়
আপনার আঙুল রাখার বিকল্প রয়েছে। আবদুল্লাহ ইবনে আবু বকর ইবনে হাযম (রা.)-এর সূত্রে,
রাসুলুল্লাহ (সা.) আমর ইবনে হাজমকে যে চিঠি লিখেছিলেন তাতে আরও বলা হয়েছিল যে, পবিত্র
ব্যক্তি ছাড়া কেউ যেন কোরআন স্পর্শ না করে।
আর যেহেতু স্ক্রিনটাচ মোবাইলে
প্লাস্টিক বা কাঁচের কভারটি মূল স্ক্রিনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত, এবং হাতের স্পর্শও
কার্যকর, তাই এক্ষেত্রে ওযু ছাড়া গ্লাস স্পর্শ করা, লেখা নয়- এমন কথা বলা ঠিক হবে
না।
আর বিতর্কিত বিষয়ে সতর্ক থাকা
বাঞ্চনীয়। আর কুরআনুল কারীম সর্বোত্তম কিতাব এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব। এক্ষেত্রে
সতর্কতা হলো পবিত্রতা অর্জন করে তা স্পর্শ করা। অযু ছাড়া কোরআন স্পর্শ না করা ঈমানের
শর্ত।
আরো পড়ুনঃ
Ø
প্রথম কাতারে নামাজ পড়ার ফযীলত
Ø
নামাজ অবস্থায় অযূ ভঙ্গ হলে করণীয়
Ø আকিকার গোসত কতদিন খাওয়া যাবে
Ø
প্রস্রাব-পায়খানা করার নিয়ম
Ø ঢিলা-কুলুখ ব্যবহারের নিয়ম
অডিও কোরআন শোনা
মোবাইল ফোনে বা মেমোরিতে ডাউনলোড
বা রেকর্ড করে কোরআন শোনা জায়েয। তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন তেলাওয়াত করা
হয়, তখন মনোযোগ দিয়ে শুনতে হবে। অন্য কাজে ব্যস্ত থাকা অবস্থায় তেলাওয়াতের রেকর্ডিং
চালো রাখা ঠিক নয়। কেননা কোরআন তেলাওয়াত শুনাও একটি পৃথক আমল। সে কারণে তিলাওয়াত
শুরু করে এমন কোন কাজ করা যাবে না, যা তেলাওয়াত শোনার ন্যূনতম হক পূরণ করে না। এই
ক্ষেত্রে, রেকর্ড বন্ধ করে দিতে হবে। আল্লাহ তায়ালা বলেন: ‘আর যখন কোরআন পাঠ করা হয়,
তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের ওপর রহমত হয়।’(সুরাঃ আল-আরাফ,
আয়াতঃ ২০৪)
আল্লাহ তায়ালা এখানে মনোযোগ
দিয়ে শোনার কথা বলছেন। একটি হল স্বাভাবিক শোনা এবং অন্যটি মনোযোগ সহকারে শোনা। দুই
মধ্যে একটি বড় পার্থক্য আছে।
সেজদার আয়াত শোনার নির্দেশ
কোরআন তিলাওয়াত শোনার সময় যদি
সেজদা সংক্রান্ত আয়াত তিলাওয়াত করা হয়, তাহলে তিলাওয়াতের সময় ব্যক্তির জন্য সেজদা
করা জরুরী নয়। কিন্তু কেউ যদি সরাসরি তিলাওয়াত শোনে; তাহলে সেক্ষেত্রে তার সেজদার
আয়াত শোনার সময় সিজদা করা ওয়াজিব হবে।
আরও
পড়তে পারেনঃ
Ø দোয়া করার নিয়ম
Ø মহানবীকে
স্বপ্নে দেখার উপায়
Ø যে সময় দোয়া কবুল হয়
Ø ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব
Ø সূরা ফাতিহার বৈশিষ্ট্য ও ফজিলত
Ø কবিরা গুনাহসমূহ
মোবাইল ফোন নিয়ে টয়লেটে যাওয়া
কোরআন কারীম আছে এমন মোবাইল নিয়ে
টয়লেটে যাওয়ার হুকুম কি? এমতাবস্থায় মোবাইল ফোনের ডিসপ্লেতে কোরআন কারীম দেখা না
গেলে মোবাইল ফোন নিয়ে টয়লেটে যেতে কোনো সমস্যা নেই। আর মোবাইলের স্ক্রিনে কোরআন কারীম
ভেসে থাকলে টয়লেটে যাওয়া যাবে না।
মোবাইল থেকে তেলাওয়াত করার সময় অন্যান্য কাজ করার বিধান
তেলাওয়াত করার সময় মোবাইলে
অন্য কোনো কাজ করবেন না। মোবাইলে অন্যান্য কাজ করা এবং মাঝে মাঝে কোরান তেলাওয়াত করা
শিষ্টাচারের পরিপন্থী। কেননা তিলাওয়াত, জিকির অত্যান্ত মর্যাদাপূর্ণ বিষয়। এগুলি
শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূল (সা.) বর্ণিত পদ্ধতি অনুযায়ী করা উচিত। নাফে
(রাঃ) এর সূত্রে তিনি বলেন যে, ইবনে উমর (রাঃ) যখন কোরআন তিলাওয়াত করতেন, তখন তিনি
কোরআন তেলাওয়াত থেকে বিরতি না নিয়ে কথা বলতেন না। (বুখারি, হাদিসঃ 4526)
Ø তওবা কবুল হওয়ার শর্ত
Ø ৫ টি কথায় সকল চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়
Ø সালাতুস তাসবীহ
Ø
শিরকের বিবরণ
Ø মা-বাবা সাথে সন্তানের আচরণ কেমন
হবে
Ø
মহিলাদের
যাদের সাথে দেখা দেয়া জায়েয
Ø
জুমার
গুরুত্ব ও ফজিলত
Ø ইসলামে প্রতিবেশীর অধিকার পর্ব ১
Ø ইসলামে মেহমানদারির
গুরুত্ব ও বিধান
Ø ফরজ সালাতের পরের দোয়া ও জিকির
Ø যৌবনকাল ইসলামে ইবাদতের শ্রেষ্ঠ সময়
Ø চল্লিশ দিন জামাতে নামাজ পড়ার ফজিলত #তাকবীরউলা
Ø আমানত ও ওয়াদারক্ষার গুরুত্ব
Ø হস্তমৈথুন এবং এটা থেকে বাঁচার উপায়