দোয়া
করার নিয়ম বা আদব
আমরা অনেকে মনে করি আমার নিজের জন্য দুআ করলে আমার লাভ, অন্যের জন্য দোআ করলে আমার কি লাভ? এটা ভুল ধারণা। অন্যের জন্য দুআ করলেই বরং নিজের লাভ বেশী।
কারণ আমি যখন জন্য কারও জন্য কোন একটা বিষয়ের দুআ করব, তখন ফেরেশতারা বলবেন আল্লাহ তোমার জন্যও ঐ ফয়সালা করুন। তাহলে দেখা গেল, আমি আমার নিজের জন্য কোন বিষয়ের দুআ করলে ফেরেশতারা আমার জন্য সে বিষয়ের দুআ করেন না, অথচ অন্যের জন্য দোআ করলে ফেরেশতাদের দুআ পাওয়া যায়। আর ফেরেশতাদের দুআ আমাদের দুআর চেয়ে কবুল হওয়ার বেশী সম্ভবনা রাখে। তাই বোঝা গেল অন্যের জন্যে দোআ করলে অন্যের চেয়ে নিজের ফায়দাই বেশী। অতএব নিজের জন্যও দুআ করতে হবে, অন্যের জন্যও দোআ করতে হবে। (আরোও পড়ুনঃ ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব)মানুষের কাছে একবারের অধিক
কিছু চাইলে সে যতই আপনজন হোক না কেন সে বিরক্ত হবে কিন্তু বান্দা আল্লাহর কাছে যত
চায় আল্লাহ ততই খুশি হোন। আমাদের সকল চাওয়া পাওয়ার একমাত্র কেন্দ্রস্থল হতে হবে আল্লাহর
দরবার, কোন পীড় বা ফকিরের দরবার নয়।
মানুষ যে দোয়াই করে সব দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়। তবে দোয়া
কবুলের ৩টি পদ্ধতি আছে । যা আমরা না জানার কারণে হতাশায় ভুগে থাকি।
আরো
পড়তে পারেনঃ
নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ
৫ টি কথায় সকল চাওয়া/ যেসব আমলে
দ্রুত দোয়া কবুল হয়
তিন
পদ্ধতিতে দোয়া কবুল হয়ে থাকে
প্রথমঃ বান্দা
যে জিনিসটা চায় সে জিনিসটাই আল্লাহ সরাসরি বান্দাকে দিয়ে দেন।
দ্বিতীয়ঃ আমরা
আল্লাহতালার কাছে যে জিনিসটা চায় সে জিনিসটা সাথে সাথে না দিয়ে আল্লাহতালা তা দেরি
করে দেন। কারণ আল্লাহতালা জানেন বান্দার কিসে ভালো কিসে মন্দ, কোন জিনিসটা কখন দরকার।
তৃতীয়ঃ আমরা
যে জিনিসটা চাই সে জিনিসটি সরাসরি দেওয়া হয়না আবার এমন জিনিসও দেওয়া হয় না যার মধ্যে
সেই চাওয়া জিনিসটা অন্তর্ভুক্ত থাকে বরং দোয়ার জিনিসগুলি স্থগিত রাখা হয় পরকালের জন্যে।
পারকালে যখন বান্দা সেই দোয়ার ফল দেখতে পাবে তখন বলবে, হায় আফসুস দুনিয়াতে আামি যত
দোয়া করেছিলাম তার সব গুলির ফলই যদি দুনিয়াতে না দিয়ে পরকালের জন্য রেখে দেওয়া হতো
তবে আজ আমি কত মর্যযাদার জীবন যাপন করতে পারতাম! কিন্তু তখন আর আফসোস করে লাভ হবে না।
আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহীহ শিক্ষা
লাভ করার তওফিক দান করুন আমিন।
নফল রোজার মাসআলা/Nafal
Rojar Masala
এতেকাফ এর মাসাআলা/Etekaf
er Masala/এতেকাফের শর্তসমূহ
যেসব কারণে এতেকাফ ফাসেদ তথা নষ্ট
হয়ে যায় এবং কাযা করতে হয়
শবে কদর, এ'তেকাফ
ও ফিতরা মাসআলা
হজ্জের গুরুত্ব
ও ফযীলত-Hajjer Gurutto o Fajilat
ঈদুল ফিতরের
তাৎপর্য-EdulFitorer Tatporjo
সদকায়ে ফিতর/ফিতরা
এর মাসায়েল/sadkaye fittor/fitara er masayel
নামাজ ও যাকাত এর
গুরুত্ব ও প্রয়োজনীয়তা
কুরবানীর ইতিহাস, তত্ত্ব, ফাযায়েল ও মাসায়েল