কুরআনের আলোর পথের যাত্রিরা, আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস আপনাদের ইসলামের পথে আহ্বান করার জন্য প্রচার করছি এতে যদি আপনারা ইসলামের পথে অগ্রসরে হোন তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।
আল্লাহ্ আমাদের সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। আমাদের উচিৎ আল্লাহ্র ইবাদত বন্দেগি করা এবং তার নিয়ামতের শোকরিয়া আদায় করা। কিন্তু আমরা দুনিয়ার কাজকর্ম নিয়ে এতই ব্যস্ত থাকি যে আমরা আমাদের প্রধান কাজ-ই ভুলে যাই। আল্লাহ্ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যদিও দুনিয়াতেও আমাদের কাজ রয়েছে এসব কাজের জন্যও নেকি রয়েছে। আমরা যদি আল্লাহর এবাদত বন্দেগি না করি এতে উনার কিছু যাবে আসবে না কারন অসংখ্য ফেরেশতা দিন রাত তার এবাদতে মশগুল। আমরা যদি আল্লাহর এবাদত করি তাহলে আমাদেরই কাজে আসবে। দুনিয়া হল আখিরাতের শস্য ক্ষেত্র এখানে যেমন কাজ করব তেমন ফল পাব পরকালে। আমাদের সকলের উচিৎ আখিরাতের প্রতি গুরত্ব দেয়া। মানুষ কে শিক্ষা দেয়ার জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবি রাসুল প্রেরন করেছেন তারা আমাদের কে সঠিক পথ দেখিয়েছেন। আসুন আমরা সবাই আল্লাহর নির্দেশিত নবি রাসুলের দেখানো পথে চলি, সেই অনুসারে জীবন গড়ি যাতে আল্লাহর একজন প্রিয় বান্দা হতে পারি এবং পরকালে আল্লাহর সানিধ্য লাভ করতে পারি। আল্লাহ সবাই কে ইসলামের পথে চলার তাওফিক দান করুণ ।আমিন।