প্রতিটি ভালো কাজের আলাদা আলাদা ফজিলত ও পুরস্কার রয়েছে। যার দ্বারা মহান রাব্বুল আলামিন কৃতকার্যকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার ব্যাপারটা একেবারেই আলাদা। কেননা, রোজার একাধিক সওয়াব ছাড়াও এর ব্যাপারে অতুলনীয় ঘোষণা রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রতিটি আমল বৃদ্ধি পায়। একটি নেক আমল (সাওয়াব) ১০ গুণ থেকে (বিশেষ ক্ষেত্রে) ৭০০ গুণ বৃদ্ধি করা হয়। আল্লাহ তায়ালা বলেন, 'কিন্তু রোজার বিষয়টি ভিন্ন। কারণ রোজা আমার জন্য। তাই আমি নিজেই এর জন্য পুরস্কার প্রদান করব।
তাছাড়া রোজা দ্বারা মানুষের সংযম, ধৈর্য, গুণ এবং স্বাস্থ্যগত উপকার সাধিত হয়। রোজা দ্বারা মানুষ কর্মী, সক্রিয়, সহনশীল, কষ্টসহিষ্ণু, নিয়মানুবর্তিতা এবং পরিশ্রমী হতে সুযোগ লাভ করে। রোজার গুরুত্ব আরোপ করে মহান আল্লাহ পাক বলেন, "তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পাবে, সে যেন রোজা রাখে।"
মানতের রোজার মাসাআলা
>>যদি কেউ আল্লাহর নামে রোজা রাখার মানত করে তাহলে সেই রোজা রাখা ওয়াজিব হয়ে যায়। তবেঁ কোন শর্তের ভিত্তিতে মানত মানলে সেই শর্ত পূরণ হওয়ার পূর্বে ওয়াজিব হয় না, শর্ত পূরণ হলেই ওয়াজিব হয়।
>>কোন নির্দিষ্ট দিনে রোজা রাখার মানত করলে এবং সেই দিন রোজা রাখলে রাতেই নিয়ত করা জরূরি নয়, দুপুরের এক ঘন্টা পূর্ব পর্যন্ত নিয়ত করার দুরস্ত আছে।
>>কোন নির্দিষ্ট দিনের রোজা রাখার মানত করলে এবং সেই দিন সে রোজা রাখলে মানতের রোজা বলে নিয়ত করুক বা শুধু রোজা বলে নিয়ত করুক বা নফল বলে নিয়ত করুক মানতের রোজাই আদায় হবে। তবেঁ কাযা রোজার নিয়ত করলে কাযাই আদায় হবে, মানতের রোজা আদায় হবে না।
>>কোন দিন তারিখ নির্দিষ্ট করে মানত না করলে যেকোন দিন সে মানতের রোজা রাখা যায়। এরূপ মানতের রোজার নিয়ত সুবহে সাদিকের পূর্বেই হওয়া শর্ত।
>>কোন নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট মাসে রোজা রাখার মানত করলে সেই নির্দিষ্ট দিনে বা তারিখে বা মাসে রোজা রাখাই জরুরী নয়, অন্য যেকোন সময় রাখলেও চলবে।
>>যদি এক মাস রোজা রাখার মানত করে তাহলে পুরো এক মাস লাগাতার রোজা রাখতে হবে।
>>যদি কয়েক দিন রোজা রাখার মানত করে তাহলে একত্রে রাখার নিয়ত না থাকলে দে কয়দিন ভেঙ্গে ভেঙ্গে রাখলেও চলবে। আর একত্রে রাখার নিয়ত করলে একত্রেই রাখতে হবে।
ইসলামে রোজার
গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। আলোর পথের যাত্রীরা আসুন আমরা সবাই রোজার হক যথা যথ
ভাবে আদায় করি, যেন কাল আশরের ময়দানে রোজা আমাদের বিপক্ষে স্বাক্ষী না দেয় বরং
আমাদের নাজাতের উসিলা হয়ে দাঁড়ায়।
নফল রোজার মাসআলা/Nafal Rojar Masala
এতেকাফ এর মাসাআলা/Etekaf er Masala/এতেকাফের শর্তসমূহ
যেসব কারণে এতেকাফ ফাসেদ তথা নষ্ট হয়ে যায় এবং কাযা করতে হয়
শবে কদর, এ'তেকাফ ও ফিতরা মাসআলা
হজ্জের গুরুত্ব ও ফযীলত-Hajjer Gurutto o Fajilat
ঈদুল ফিতরের তাৎপর্য-EdulFitorer Tatporjo
সদকায়ে ফিতর/ফিতরা এর মাসায়েল/sadkaye fittor/fitara er masayel
নামাজ ও যাকাত এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা
কুরবানীর ইতিহাস, তত্ত্ব, ফাযায়েল ও মাসায়েল
লাইলাতুল কদরের ফজিলত
৫ টি কথায় সকল চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়
তওবার নামাজ কিভাবে পড়তে হয়
ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব
ইসলাম ও ঈমানের দাওয়াত
নামাযের প্রয়োজনীয়দোয়াসমূহ
মহিলাদের যাদের সাথে দেখা দেয়া জায়েয
নামাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং নামাজ সম্পর্কে ঘটনা পর্ব ১
নামাজের প্রকারভেদ/ Foroj-Wajib-Sunnat-Nofol Namaj