Breaking

April 22, 2022

লাইলাতুল কদরের ফজিলত-Shobe Kodorer Amol-শবে কদর-শবে কদর কবে

লাইলাতুল কদরের ফজিলত

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় কুরআনের আলোর যাত্রীগণ, লাইলাতুল কদর এমন এক রাত যা হাজার মাস অপেক্ষা উত্তম। শেষ দশকের প্রত্যেকটা বেজোড় রাতেই রাসূল (সাঃ) শবে কদর তালাশ করতে বলেছেন। কিন্তু আমরা ২৭শে রাতকে লাইলাতুল কদর বা শবে কদর বানিয়ে ফেলেছি। কিন্তু ২১, ২৩, ২৫, ২৭, ২৯ রাত্রীর যে কোন রাতই লাইলাতুল কদর হতে পারে। অনেক উলামায়ে কেরাম ২৭শে রাতকে লাইলাতুল কদর হওয়ার একটা বিশেষ সম্ভাবনাময়ী রাত বলেছেন। তবে আমাদের উচিৎ শেষ দশকের প্রত্যেক বিজীড় রজনিতে বেশি বেশি ইবাদত করা, তাহলে নিশ্চিত হবে যে আমরা লাইলাতুল কদর এর রাত পেয়েছি। কুরআন হাদীছে লাইলাতুল কদরের তিনটি বিশেষ ফযীলত বর্ণনা করা হয়েছে।

        ১নংঃ 

ليلة القدر خير من الف شهر
অর্থাৎ, লাইলাতুল কদরে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়েও উত্তম।

২নংঃ 

من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه - (متفق عليه)
অর্থাৎ, যে ব্যক্তি একীনের সাথে ছওয়াবের নিয়তে লাইলাতুল কদরে ইবাদত করে, তার পূর্বের সমস্ত গোনাহ্ মাফ করে দেয়া হয়।

৩ নংঃ 

إذا كان ليلة القدر نزل جبريل في كبكبة من المليكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل - (رواه البيهقي في شعب الایمان)

অর্থাৎ, লাইলাতুল কদরে হযরত জিব্রাঈল (আঃ) একদল ফিরিশতা সহ দুনিয়াতে ঘুরতে থাকেন আর যারা ইবাদত করতে থাকে, যিকির-আযকার করতে থাকে তাদের জন্য খাস করে রহমতের দুআ করতে থাকেন। এই ফজীলত অর্জন করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে ও রাতে জাগরণ করে ইবাদত বন্দেগী করতে হবে। যিকির-আযকার করতে হবে এবং দোআ করতে হবে। ইবাদত বলতে নফল নামায পড়তে হবে।

 

শবে কদরের নামাযের নিয়ত


     শবে কদরের নামাযের জন্য খাস কোন নিয়ত নেই। এই নামায পড়ার সময় নফলের নিয়ত করলেও হবে, তাহাজ্জুদের নিয়ত করলেও হবে। তারাবীহ্ পড়ার পর অর্থাৎ, ইশার পর থেকে নিয়ে ছোবহে সাদেক পর্যন্ত যত নফল নামায পড়া হয় সেই সব নফল নামাযকে তাহাজ্জুদ বলা হয়। তাই নফল বা তাহাজ্জুদ উভয়ের নিয়ত করা চলে। দুই দুই রাকআত করে নিয়ত করে পড়া উত্তম। এভাবে আমরা নফল নামায পড়ব, যিকির-আযকার করব আর আল্লাহর কাছে দুআ করতে থাকব। বিশেষ ভাবে ক্ষমার দুআ করতে হবে। রাসূল (সঃ) হযরত আয়েশা (রাঃ) কে এই রাতে বিশেষ ভাবে ক্ষমার দুআ শিক্ষা দিয়েছিলেন যে, শবে কদরে ক্ষমার দুয়া চাইবে, আল্লাহর কাছে বলবেঃ


اللهم إنك عفو تحب العفو فاعف عني - (ابن ماجة والترمذي)

অর্থাৎ, হে আল্লাহ! তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালবাস, তাই আমাকে ক্ষমা করে দাও। এভাবে ক্ষমার দুআ চাইতে হবে। অন্য যা কিছু চাওয়ার আছে সব চাইতে হবে। এ রাত দুআ কবুল হওয়ার রাত। নিজের জন্যও দুআ করতে হবে, অন্যের জন্যও দুআ করতে হবে। যিন্দাদের জন্যও দুআ করতে হবে, মুর্গাদের জন্যও দুআ করতে হবে। ইবাদত, যিকির-আযকর করতে থাকব আর দুআ করতে থাকব। রাত্রটা ইবাদতের রাত, তাই যতক্ষণ পারা যায় ইবাদত করতে থাকব।

সব শেষে আরও দুটো বিষয় মনে রাখি। একটা বিষয় হল এরাতে সারা রাতই জাগ্রত থাকতে হবে এমন জরুরী নয়। যতক্ষণ শরীর মনে ফূর্তি থাকবে, ততক্ষণ ইবাদতও সুন্দর হবে। যদি ঘুমের চাপ এসে যায়, তাহলে সেই ঘুমের মুহুর্তে ইবাদতেও ভুল হবে। এরকম হলে ঘুমিয়ে যেতে হবে। আবার ঘুম ভাঙ্গার পর ইবাদত করতে হবে। যদি ফজরের পূর্বে আর ঘুম না ভাঙ্গে, তাহলেও নিয়তের কারণে ছওয়াব পাওয়া যাবে। তবে রাতে নফল ইবাদত খুব করলাম আর ফজরের নামায ঘুমের কারণে কাজা হয়ে গেল. এমন যেন না হয়।

আর একটা বিষয় হল এই রাতে নফল ইবাদত মসজিদেই করতে হবে এমনও জরুরী নয় বরং নফল নামায, নফল ইবাদত ঘরেই করা উত্তম। ঘরে বিবি বাচ্চাদেরকে নিয়ে, ভাই-বোনদেরকে নিয়ে সকলে মিলে ইবাদত করলে ঘরেও ইবাদতের পরিবেশ গড়ে উঠবে। ঘরেও ইবাদতের পরিবেশ গড়ে তোলা চাই। তবে একান্তই যদি কারও এমন হয় যে, ঘরে গেলে তার ইবাদতই হবে না, তিনি মসজিদে ইবাদত করবেন। যাহোক এ রাতে সালাতুত্তাসবীহ সহ অন্যান্য নফল পড়তে হবে, দুআ করতে হবে, বিশেষ ভাবে ক্ষমার জন্য দোআ করতে হবে।

আরো পড়তে পারেনঃ

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত

নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ

৫ টি কথায় সকল চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়

রোজার গুরুত্ব

রোজা ভঙ্গের কারণসমুহ

রোজার মাকরুহসমূহ

রোজার কাফ্‌ফারা-র মাসায়েল

রোজার কাযার মাসায়েল

নফল রোজার মাসআলা/Nafal Rojar Masala

এতেকাফ-Etekaf-ইতেকাফ

এতেকাফ এর মাসাআলা/Etekaf er Masala/এতেকাফের শর্তসমূহ

যেসব কারণে এতেকাফ ফাসেদ তথা নষ্ট হয়ে যায় এবং কাযা করতে হয়

শবে কদর, এ'তেকাফ ও ফিতরা মাসআলা

শাওয়ালের ছয় রোজা

হজ্জের গুরুত্ব ও ফযীলত-Hajjer Gurutto o Fajilat

ঈদুল ফিতরের তাৎপর্য-EdulFitorer Tatporjo

সদকায়ে ফিতর/ফিতরা এর মাসায়েল/sadkaye fittor/fitara er masayel

নামাজ ও যাকাত এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা

কুরবানীর ইতিহাস, তত্ত্ব, ফাযায়েল ও মাসায়েল

তওবার নামাজ কিভাবে পড়তে হয়

ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব

ইসলাম ও ঈমানের দাওয়াত

Popular Posts