Breaking

April 25, 2022

নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ-Namajer Prayojonio Doa

নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ



নামায আরম্ভ করার পূর্বে জায়নামাযে দাঁড়িয়ে নিম্নের দোয়া পড়তে হয়ঃ



اني وجهت وجهي للذي فطر السموت والأرض حنيفا وما انـا مـن الـمـشـركـيـن

উচ্চারণঃ ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাছ ছামা-ওয়াতি ওয়াল আরদা হানিফাওঁ ওয়ামা আনা মিনাল মুশরিকীন।
অর্থঃ নিশ্চয়ই আমি তাঁর দিকে মুখ ফিরালাম যিনি আসমান ও যমিন সৃষ্টি করেছেন। নিশ্চয় আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই।


তাকবীরঃ আল্লাহু আকবার
অর্থঃ আল্লাহ তা'য়ালা সবচেয়ে বড় (মহান)।

এই তাকবীর বলে হাত বাধতে হয়, হাত বেধে সানা পড়তে হয়। নামায শুরু করার পর সূরা পড়ার আগে উক্ত সানা পড়তে হয়।

সানা

سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدل ولا إله غيرك

উচ্চারণঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা'য়ালা জাদ্দুকা ওয়া লা ইলাহা গইরুক।

অর্থঃ হে আল্লাহ! আমি তোমার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করছি। তোমার নাম একান্ত বরকতময়, তোমার মহত্ব অতি উচ্চে এবং তুমি ছাড়া অন্য কোন ইলাহ নেই। (তিরমিজি, হাঃ ২৪২)


 

তায়া'উজ

أعوذ بالله من الشيطان الرجيم
উচ্চারণঃ আউযু বিল্লাহি মিনাশ্ শাইতানির রজীম।

অর্থঃ বিতাড়িত শয়তানের প্রবঞ্চনা হতে আল্লাহ তা'য়ালার কাছে ক্ষমা চাচ্ছি


তাসমিয়া
بسم الله الرحمن الرحيم -

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রহীম।

অর্থঃ পরম দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।

নামাযে সূরা পড়ার সূচনায় এই তায়া'উজ ও তাসমিয়া পড়তে হয়।

সূরা ক্বিরাতের পর “আল্লাহু আকবার” বলে রুকুতে যাবে এবং নিম্নোক্ত রুকুর দোয়াটি পাঠ করতে হবেঃ


রুকু’র তাসবীহ
سبحان ربي العظيم
উচ্চারণঃ সুবহানা রাব্বিয়াল আযীম।

অর্থঃ আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। (আবু দাউদ, হাঃ ৮৭১)

দোয়াটি তিন বা তার অধিক (পাঁচবার/সাতবার) পড়া ভালো


রুকু থেকে উঠার দোয়া
سمع الله لمن حمده
উচ্চারণঃ সামিয়াল্লাহু লিমান হামিদাহ
অর্থঃ যে আল্লাহ তা'য়ালার প্রশংসা করে তা তিনি শুনেন। (বুখারী, হাঃ ৭৮৯)


রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ার দোয়া
ربنا لك الحمد.
উচ্চারণঃ রাব্বানা লাকাল হামদ।
অর্থঃ হে আল্লাহ! সকল প্রশংসা একমাত্র তোমার জন্য। (বুখারী, হাঃ ৭৮৯)

 

এরপর “আল্লাহু আকবার” বলে সিজদায় যাবে এবং নিম্নোক্ত দোয়াটি তিনবার বা তার অধিক (পাঁচবার বা সাতবার) পাঠ করবেঃ

সিজদার তাসবীহ
سبحان ربي الأعلى -
উচ্চারণঃ সুবহানা রাব্বিয়াল আ'লা ।
অর্থঃ আমার সর্বশ্রেষ্ঠ প্রতিপালকের (আল্লাহর) পশংসা করছি।
(আবু দাউদ, হাঃ৮৭১)

দুই সিজদার মধ্যবর্তী সময় বসা অবস্থায় নিম্নোক্ত দোয়া একবার পড়বে।
اللـهـم اغـفر لي وارحمني وارزقني واهدني

উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়ারযুকনী ওয়াহদিনী।
অর্থঃ হে আল্লাহ তুমি আমাকে মার্জনা কর, করুণা কর, জীবিকা দাও এবং সৎপথে চালাও। (তিরমিজী, হাঃ ২৮৪)



তাশাহুদ/ আত্তাহিয়াতু


التحيات لله والصلوات والطيبات ـ السّلام عليك أيها
النبي ورحمـة الله وبـركـاتـه ـ السّلام علينا وعلى عباد الله الـصـالـحـيـن ـ أشهد أن لا إله إلا الله واشهد أن محمدا عبده ورسوله

উচ্চারণঃ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াচ্ছালা ওয়াতু ওয়াত-ত্বায়্যিবাতু আচ্ছালামু আলাইকা আইয়ুহান নাবিউ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছালামু আলাইনা ওয়া আ'লা ইবাদিল্লাহিছ ছালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।

অর্থঃ মৌখিক, শারীরিক সর্ব প্রকার ইবাদাতই আল্লাহ তা'য়ালার জন্য। হে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনার উপর আল্লাহ তা'য়ালার রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক। আমাদের উপর ও আল্লাহ তা'য়ালার নেকবান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ তা'য়ালা ছাড়া দ্বিতীয় কোন ইলাহ্ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের বান্দা ও প্রেরিত রাসূল ।
(বুখারী, হাঃ ৮৩১)

বিঃদ্রঃ চার রাকায়াত নামাজ পড়লে এই তাশাহুদ পড়ে উঠে দাড়াতে হবে আর দুই রাকায়াত নামায পড়লে এই তাশাহুদ পড়ে দরূদ শরীফ ও দোয়ায়ে মাসূরা পরে সালাম ফিরাতে হবে।

দরূদ শরীফ

اللهم صلى على محمد محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد - اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبـراهـيـم وعـلى ال إبراهيم إنك حميد مجيد


উচ্চারণঃ আল্লাহুম্মা ছাল্লি আ'লা মুহাম্মাদিও ওয়া আ'লা আলি মুহাম্মাদ, কামা ছাল্লাইতা আ’লা ইবরাহীমা ওয়া আ'লা আলি ইবরাহিমা ইন্নাকা হামিদুম্ মাজীদ। আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদিও ওয়া আ'লা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আ’লা ইবরাহীমা ওয়া আ'লা আলি ইবরাহীমা ইন্নাকা হামিদুম্ মাজীদ।

অর্থঃ হে আল্লাহ তা'য়ালা! হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর বংশধরদের প্রতি অনুরূপ অনুগ্রহ ও শান্তি বর্ষিত করুন যেরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করেছেন । নিশ্চয় আপনি প্রশংসিত ও সুমহান হে আল্লাহ তা'য়ালা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর বংশধরদের উপর বরকত দান করুন, যেরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাঁর বংশধরদের উপর বরকত দান করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত ও সুমহান।
(বুখারী, হাঃ ৩৩৭০, মুসলিম, হাঃ ৭৯৪, মুসনাদে আহমদ, হাঃ ১৮১৫৮০


দোয়ায়ে মাছুরা


اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب اده
الا أنت فاغفر لي مغفرة من عندك وارحمين إنك أنت الغفورالرحيم .

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাছিরাওঁ ওয়ালা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ার হামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম।

অর্থঃ হে আল্লাহ তা'য়ালা ! আমি আমার নিজের উপর অত্যাচার করেছি। আর তুমি ছাড়া গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নেই। অতএব তুমি তোমার পক্ষ হতে আমার গুনাহ মাফ করে দাও এবং আমাকে দয়া কর । নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও করুণাময়।
(বুখারী, হাঃ ৮৩৪)

দোয়ায়ে কুনুত


اللهم إنا نستعينه ونستغفرك ونؤمن بك ونتوكل عليك وتغيي عليك الخير، ونشكرك ولا تكفرك وتخلع وتترك من يفجرك، اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجوا رحمتك ونخشى عذابك إن عذابك بالكفارملحق


উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্না নাছতাঈ'নুকা ওয়া নাছতাগ ফিরুকা ওয়ানু'মিনু বিকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনী আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা ওয়ালা নাক ফুরুকা ওয়ানাখলাউ’ ওয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়ালাকা নুছাললী ওয়ানাছজুদু ওয়াইলাইকা নাসয়া' ওয়ানাহফিদু ওয়ানারজু রাহমাতাকা ওয়ানাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফফারি মূলহিক্ব।

অর্থঃ হে আল্লাহ! আমরা আপনারই সাহায্যপ্রার্থী এবং একমাত্র আপনার কাছেই ক্ষমাপ্রার্থী। আপনার উপর আমরা ঈমান এনেছি এবং আপনার উপরই ভরসা করি, আপনার উত্তম প্রশংসা করি, আপনার শোকর আদায় করি, আপনার প্রতি অকৃতজ্ঞ হই না, যারা আপনার নাফরমানী করে, তাদেরকে পরিত্যাগ করি এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি। হে আল্লাহ! আমরা আপনারই ইবাদাত করি, আপনার জন্যই নামাজ পড়ি এবং আপনার জন্যই সিজদা করি, আপনার দিকেই ধাবিত হই, আপনার হুকুম পালনের জন্যই প্রস্তুত থাকি, আপনার দয়ার আশা করি, আপনার শাস্তিকে ভয় পাই। নিঃসন্দেহে আপনার শাস্তি ভোগ করবে কাফির সম্প্রদায়। (বায়হাকি, হাঃ ২৯৬১, মুসান্নাফে আবদুর রাযযাক, হাঃ ৪৯৭০, তাহজিবুল আছার, হা ২৬৪৯)

বিঃদ্ৰঃ দোয়া কুনুত বিতরের নামাযে পড়তে হয়।

নামাযের শেষের সালাম
السّلام عليكم ورحمة الله
উচ্চারণঃ আসসালামু আ'লাইকুম ওয়ারাহমাতুল্লাহ। অর্থঃ আপনাদের প্রতি সর্ব প্রকার শান্তি, আল্লাহর করুণা ও তাঁর কল্যাণ অবতীর্ণ হোক। (সহীহ মুসলিম, হাঃ ৮৫৬)


আরো পড়তে পারেনঃ

রোজার গুরুত্ব

রোজা ভঙ্গের কারণসমুহ

রোজার মাকরুহসমূহ

রোজার কাফ্‌ফারা-র মাসায়েল

রোজার কাযার মাসায়েল

নফল রোজার মাসআলা/Nafal Rojar Masala

এতেকাফ-Etekaf-ইতেকাফ

এতেকাফ এর মাসাআলা/Etekaf er Masala/এতেকাফের শর্তসমূহ

যেসব কারণে এতেকাফ ফাসেদ তথা নষ্ট হয়ে যায় এবং কাযা করতে হয়

শবে কদর, এ'তেকাফ ও ফিতরা মাসআলা

শাওয়ালের ছয় রোজা

হজ্জের গুরুত্ব ও ফযীলত-Hajjer Gurutto o Fajilat

ঈদুল ফিতরের তাৎপর্য-EdulFitorer Tatporjo

সদকায়ে ফিতর/ফিতরা এর মাসায়েল/sadkaye fittor/fitara er masayel

নামাজ ও যাকাত এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা

কুরবানীর ইতিহাস, তত্ত্ব, ফাযায়েল ও মাসায়েল

লাইলাতুল কদরের ফজিলত

৫ টি কথায় সকল চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়

তওবার নামাজ কিভাবে পড়তে হয়

ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব

ইসলাম ও ঈমানের দাওয়াত

Popular Posts