Breaking

April 26, 2022

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত-Pac Wakto Namajer Niyot

 

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত-বিভিন্ন নামায়ের নিয়ত

 

ফজরের নামাজের নিয়তসমূহ

ফজরের সুন্নত দুই রাকাআতের নিয়তঃ


نويت أن أصلي لله تعالى ركعتي صلوۃ الفجر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাআতাই ছালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ ফজরের দু'রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।



ফযরের দুই রাকাআত ফরয নামাযের নিয়তঃ


نويت أن أصلي لله تعالى ركعتي صلوۃ الفجر فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাআতাই ছালাতিল ফাজরি ফারদুল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ ফজরের দু'রাকাত ফরয নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

বিঃদ্রঃ ইমামতি করিতে মুতাওয়াজ্জিহান এর আগে (আনা ইমামু লিমানহাদ্বারা ওয়া মাইয়াহদূরূ) বলতে হবে আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে মুতাওয়াজ্জিহান এর আগে বলতে হবে (ইকতাদাইতু বিহাযাল ইমাম) যেমন


     উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাআতাই ছালাতিল ফাজরি ফারদুল্লাহি তা'আলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ ফজরের দু'রাকাত ফরয নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে এ ইমামের পিছনে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

>> মুখে নিয়ত করা জরুরি নয়, বরং মুস্তাহাব। তাই যে কোন ভাষায় মনে মনে নিয়ত করাই যথেষ্ট। (বুখারী, হাঃ ১, রদ্দুল মুহতারঃ ২/৩৭৭)

>> কেহ যদি ভুলিয়া কেবলা ঠিক করিতে না পারে তবে নিজের বিবেক যেই দিকে সাক্ষ্য দেয়, সেই দিকে মুখ করিয়া নামায আদায় করিবে।


যোহরের নামাজের নিয়তসমূহ


যোহরের সুন্নাত চার রাকাত নামাযের নিয়তঃ


نويت أن أصلي لله تعالى اربع رکعت صلوة الظهر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشر يفة الله اكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকাআতি ছালাতিয যোহরি সুন্নাতু রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

বাংলায় নিয়তঃ যোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

যোহরের ফরয চার রাকাত নামাযের নিয়তঃ


نويت أن أصلي بله تعالى أربع رکعت صلوة الظهر فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকাআতি ছালাতিয যোহরি ফারদুল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

বাংলায় নিয়তঃ যোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

বিঃদ্রঃ ইমামতি করিতে মুতাওয়াজ্জিহান এর আগে (আনা ইমামু লিমানহাদ্বারা ওয়া মাইয়াহদূরূ) বলতে হবে আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে মুতাওয়াজ্জিহান এর আগে বলতে হবে (ইকতাদাইতু বিহাযাল ইমাম) যেমন

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকাআতি ছালাতিয যোহরি ফারদুল্লাহি তা'আলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ যোহরের চার রাকাত ফরয নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে এ ইমামের পিছনে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

জোহরের সুন্নাত দুই রাকাত নামাযের নিয়ত


نويت أن أصلي لله تعالى ركعتي صلوة الظهر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر


উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাআতাই ছালাতিয যোহরি সুন্নাতু রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ যোহরের দু'রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

যোহরের নফল দুই রাকাআতের নিয়ত


نويت أن أصلي بله تعالى ركعت صلوة النقل متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাআতাই ছালাতিল নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ যোহরের দু'রাকাত নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

>> মুখে নিয়ত করা জরুরি নয়, বরং মুস্তাহাব। তাই যে কোন ভাষায় মনে মনে নিয়ত করাই যথেষ্ট। (বুখারী, হাঃ ১, রদ্দুল মুহতারঃ ২/৩৭৭)

>> কেহ যদি ভুলিয়া কেবলা ঠিক করিতে না পারে তবে নিজের বিবেক যেই দিকে সাক্ষ্য দেয়, সেই দিকে মুখ করিয়া নামায আদায় করিবে।


আসরের নামাজের নিয়তসমূহ


আছরের সুন্নাত চার রাকাআত নামাযের নিয়ত


نويت أن أصلي لله تعا لى أربعرکعت صلوة العضر سنة رسول الله تعالي متوجها إلى جهة الكعبة الشر يفة الله اكبر


      উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকাআতি ছালাতিল আছরি সুন্নাতু রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

বাংলায় নিয়তঃ আছরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

আছরের ফরয চার রাকাআত নামাযের নিয়ত


نويت أن أصلي بله تعالى أربع نعت صلوة العضر فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকাআতি ছালাতিল আছরি ফারদুল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

বাংলায় নিয়তঃ আছরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার

বিঃদ্রঃ ইমামতি করিলে মুতাওয়াজ্জিহান এর আগে (আনা ইমামূ লিমানীহাদ্বারা ওয়া মাইয়াহদূরূ) বলতে হবে আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে মুতাওয়াজ্জিহান এর আগে বলতে হবে (ইকতাদাইতু বিহাযাল ইমাম) যেমন

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকাআতি ছালাতিল আছরি ফারদুল্লাহি তা'আলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ আছরের চার রাকাত ফরয নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে এ ইমামের পিছনে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

>> মুখে নিয়ত করা জরুরি নয়, বরং মুস্তাহাব। তাই যে কোন ভাষায় মনে মনে নিয়ত করাই যথেষ্ট। (বুখারী, হাঃ ১, রদ্দুল মুহতারঃ ২/৩৭৭ )

>> কেহ যদি ভুলিয়া কেবলা ঠিক করিতে না পারে তবে নিজের বিবেক যেই দিকে সাক্ষ্য দেয়, সেই দিকে মুখ করিয়া নামায আদায় করিবে।


মাগরিবের নামাজের নিয়তসমূহ

মাগরিবের তিন রাকাআত ফরয নামাযের নিয়ত

نويت أن أصلي لله تعالى ثلث رکعت صلوة المغرب فرض اللہ تعالی متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر


উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা ছালাছা রাকাআতি ছালাতিল মাগরিবি ফারদুল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

বিঃদ্রঃ ইমামতি করিতে মুতাওয়াজ্জিহান এর আগে (আনা ইমামু লিমানীহাদ্বারাওয়া মাইয়াহদূরূ) বলতে হবে আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে মুতাওয়াজ্জিহান এর আগে বলতে হবে (ইকতাদাইতু বিহাযাল ইমাম) যেমন

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা ছালাছা রাকাআতি ছালাতিল মাগরিবি ফারদুল্লাহি তা'আলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ মাগরিবের তিন রাকাত ফরয নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে এ ইমামের পিছনে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

মাগরিবের দুই রাকাআত সুন্নাত নামাযের নিয়ত


نويت أن أصلي لله تعالى ركعتي صلوة المغرب سنة رسوا الله تعالي متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাআতাই ছালাতিল মাগরিবি সুন্নাতু রাসুলল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

মাগরিবের নফল দুই রাকাআতের নিয়ত


نويت أن أصلي لله تعالى ركعتي صلوة النقل متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

 

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাআতাই ছালাতিল নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ মাগরিবের দুরাকাত নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।


>> মুখে নিয়ত করা জরুরি নয়, বরং মুস্তাহাব। তাই যে কোন ভাষায় মনে মনে নিয়ত করাই যথেষ্ট। (বুখারী, হাঃ ১, রদ্দুল মুহতারঃ ২/৩৭৭)

>> কেহ যদি ভুলিয়া কেবলা ঠিক করিতে না পারে তবে নিজের বিবেক যেই দিকে সাক্ষ্য দেয়, সেই দিকে মুখ করিয়া নামায আদায় করিবে।


এশার নামাজের নিয়তসমূহ


এশার চার রাকাআত সুন্নত নামযের নিয়ত



تويت أن أصلى لله تعالى أربع ركعت صلوة العشاء سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকাআতি ছালাতিল ইশায়ি সুন্নাতু রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

বাংলায় নিয়তঃ ইশার চার রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

এশার চার রাকাআত ফরয নামযের নিয়ত


نويت أن أصلي لله تعالى أربع رکعت صلوة العشء فرض الله تعا تی متوجها إلى جهة الكعبة الشر يفة الله أكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকাআতি ছালাতিল ইশায়ি ফারদুল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

বাংলায় নিয়তঃ ইশার চার রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

বিঃদ্রঃ ইমামতি করিতে মুতাওয়াজ্জিহান এর আগে (আনা ইমামু লিমানহাদ্বারা ওয়া মাইয়াহদূরূ) বলতে হবে আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে মুতাওয়াজ্জিহান এর আগে বলতে হবে (ইকতাদাইতু বিহাযাল ইমাম) যেমন

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকাআতি ছালাতিল ইশায়ি ফারদুল্লাহি তা'আলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ ইশার চার রাকাত ফরয নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে এ ইমামের পিছনে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

এশার দুই রাকাআত সুন্নাত নামাযের নিয়ত


نويت أن أصلي لله تعالى ركعتي صلوة العشء سنة رسوا الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাআতাই ছালাতিল ইশায়ি সুন্নাতু রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ ইশার দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবর।

এশার দুই রাকাআত নফল নামাযের নিয়ত


نويت أن أصلي لله تعالى ركعتي صلوة النفل متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাআতাই ছালাতিল নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ ইশার দু'রাকাত নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।


বিতরের নামাযের নিয়ত


نويت أن أصلي لله تعالى ثلث رکعت صلوۃ الوثر واجب اللہ تعالی متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা ছালাছা রাকাআতি ছালাতিল বিতরি ওয়াজিবুল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ তিন রাকাত বেতের ওয়াজিব নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

বিঃদ্রঃ ইমামতি করিতে মুতাওয়াজ্জিহান এর আগে (আনা ইমামু লিমানহাদ্বারা ওয়া মাইয়াহদূরূ) বলতে হবে আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে মুতাওয়াজ্জিহান এর আগে বলতে হবে (ইকতাদাইতু বিহাযাল ইমাম) যেমন

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা ছালাছা রাকাআতি ছালাতিল বিতরি ওয়াজিবুল্লাহি তা'আলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ তিন রাকাত বেতের ওয়াজিব নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে এ ইমামের পিছনে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

>> মুখে নিয়ত করা জরুরি নয়, বরং মুস্তাহাব। তাই যে কোন ভাষায় মনে মনে নিয়ত করাই যথেষ্ট। (বুখারী, হাঃ ১, রদ্দুল মুহতারঃ ২/৩৭৭)

>> কেহ যদি ভুলিয়া কেবলা ঠিক করিতে না পারে তবে নিজের বিবেক যেই দিকে সাক্ষ্য দেয়, সেই দিকে মুখ করিয়া নামায আদায় করিবে।

 

আরো পড়তে পারেনঃ

রোজার গুরুত্ব

রোজা ভঙ্গের কারণসমুহ

রোজার মাকরুহসমূহ

রোজার কাফ্‌ফারা-র মাসায়েল

রোজার কাযার মাসায়েল

নফল রোজার মাসআলা/Nafal Rojar Masala

এতেকাফ-Etekaf-ইতেকাফ

এতেকাফ এর মাসাআলা/Etekaf er Masala/এতেকাফের শর্তসমূহ

যেসব কারণে এতেকাফ ফাসেদ তথা নষ্ট হয়ে যায় এবং কাযা করতে হয়

শবে কদর, এ'তেকাফ ও ফিতরা মাসআলা

শাওয়ালের ছয় রোজা

হজ্জের গুরুত্ব ও ফযীলত-Hajjer Gurutto o Fajilat

ঈদুল ফিতরের তাৎপর্য-EdulFitorer Tatporjo

সদকায়ে ফিতর/ফিতরা এর মাসায়েল/sadkaye fittor/fitara er masayel

নামাজ ও যাকাত এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা

কুরবানীর ইতিহাস, তত্ত্ব, ফাযায়েল ও মাসায়েল

লাইলাতুল কদরের ফজিলত

৫ টি কথায় সকল চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়

তওবার নামাজ কিভাবে পড়তে হয়

ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব

ইসলাম ও ঈমানের দাওয়াত

নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ

 

Popular Posts