Breaking

May 17, 2022

কবিরা গুনাহসমূহ/Kobira Gunahasomuh

কবিরা গুনাহ

 

(১) মানুষ হত্যা করা,

(২) পিতা-মাতার অবাধ্য হওয়া বা কষ্ট দেয়া,

(৩) যিনা করা,

(৪) পায়ু মৈথুন করা,

(৫) হস্ত মৈথুন করা,

(৬) সমমৈথুন করা,

(৭) পশুর সাথে যৌন সঙ্গম বা সম্ভোগে লিপ্ত হওয়া,

(৮) হায়েয নেফাস অবস্থায় স্ত্রী সঙ্গম করা,

(৯) গায়রে মুহরাম স্ত্রী লোকের সাথে একান্তে থাকা,

(১০) বিনা প্রমাণে কারো প্রতি তোহমত বা অপবাদ লাগানো,

(১১) গীবত করা,

(১২) গীবত শোনা,

(১৩) অন্যের দোষ-ত্রুটি অনুসন্ধান করা ও প্রকাশ করা,

(১৪) কারো প্রতি খারাপ ধারণা করা,

(১৫) চোগলখোরী বা কুটনামী করা,

(১৬) এতিমের মাল খাওয়া,

(১৭) আমানতের খেয়ানত করা,

(১৮) প্রাপ্য আদায়ের কার্পণ্য করা,

(১৯) চুরি করা,

আরও পড়ুন


(২০) কারো জান মাল বা সম্মানের হানী করা,

(২১) হাসি-ঠাট্টা করে কাউকেও অপমানিত করা,

(২২) সুদ খাওয়া বা দেয়া,

(২৩) ঘুষ নেয়া,

(২৪) মাপে কম-বেশি করা,

(২৫) পণ্য মূল্যের ঊর্ধ্বগতি দেখে আনন্দিত হওয়া,

(২৬) মুসলমানগণ অভাব অনটনে বা দ্রব্যমূল্যের আধিক্যে পতিত হলে, আনন্দবোধ করা,

(২৭) জুয়া খেলা, প্রচলিত লটারি জুয়ারই পরিবর্তিত নাম,

(২৮) সম্পদের অপচয় করা,

(২৯) মিথ্যা বলা,

(৩০) ওয়াদা ভঙ্গ করা,

(৩১) সত্য সাক্ষ্য গোপন করা,

(৩২) অন্যায় বিচার করা,

(৩৩) ক্ষমতা থাকা সত্ত্বেও অসৎ কাজে বাধা প্রদান না করা,

(৩৪) গান বাদ্য ও নৃত্য করা,

(৩৫) লোকের সামনে সতর খোলা,

(৩৬) অন্যের সতরের প্রতি দৃষ্টিপাত করা,

(৩৭) কাফিরদের চাল-চলন ও রীতি- নীতি পছন্দ করা,


আরও পড়ুন


(৩৮) অপরের ঘরে উঁকি দেয়া,

(৩৯) কোন মুলমানদের কাফির বলা,

(৪০) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি স্বেচ্ছায় মিথ্যারোপ করা,

(৪১) কোনো সাহাবী (রাঃ)-কে মন্দ বলা,

(৪২) হযরত আলী (রাঃ)-কে আবূ বকর সিদ্দীক (রাঃ) অপেক্ষা শ্রেষ্ঠ মনে করা,

(৪৩) আলিম ও হাজীগণকে মন্দ বলা,

(৪৪) কুর'আন শরীফ পড়ে ভুলে যাওয়া,

(৪৫) ইলম অনুযায়ী আমল করা,

(৪৬) দায়্যুসী করা অর্থাৎ, অধীনস্ত লোকদেরকে হারাম কাজে লিপ্ত করা বা তাতে রাজি থাকা,

(৪৭) কাউকে হারাম বা পাপের কাজে উদ্বুদ্ধ করা বা সহযোগিতা করা,

(৪৮) জাদু শিক্ষা করা, শিক্ষা দেয়া বা যাদু করা,

(৪৯) কারো বংশের উপর দোষারোপ করা,

(৫০) যে কোন ছোট (সগীরাহ) গুনাহকে সাধারণ মনে করা

(৫১) তাকদীরকে অবিশ্বাস করা,

(৫২) আল্লাহ তা'আলার আযাব হতে নির্ভয় ও তাঁর রহমত হতে নিরাশ হওয়া,

(৫৩) পুরুষদেরকে খাসি ও মেয়েদেরকে বন্ধ্যা করা,

(৫৪) কারো অঙ্গচ্ছেদ করা বা ভীষণ কষ্ট দেয়া,

(৫৫) আত্মহত্যা করা, নিজের শরীরের কোন অঙ্গ ধ্বংস বা অকেজো করে ফেলা আত্মহত্যা অপেক্ষা অধিকতর গুনাহ,

(৫৬) কোনো প্রাণীকে আগুণে জ্বালানো (তবে অনিষ্টকারী পোকামাকড় বা জীবজন্তুর উপদ্রব হতে রক্ষার অন্য কোন উপায় না থাকলে পোড়ানোতে কোন দোষ নেই),

(৫৭) ডাকাতি করা,

আরও পড়ুন

নামাজ ও যাকাত এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা

কুরবানীর ইতিহাস, তত্ত্ব, ফাযায়েল ও মাসায়েল

কোরবানীর ইতিহাস ও ওয়াজিব হওয়ার শর্ত/Qurbani

কুরবানির পশু জবাইয়ের দোয়া ও পদ্ধতি


(৫৮) মৃত জন্তুর গোশত খাওয়া,

(৫৯) শুকরের মাংস ভক্ষণ করা,

(৬০) কোনো ভ্রান্ত মতবাদ বা ভ্রষ্টতার দিকে লোকদেরকে আহ্বান করা অথবা কোনো কুপ্রথা চালু করা,

(৬১) লুঙ্গি, পাজামা ইত্যাদি গর্ব করে টাখনুর নিচ পর্যন্ত পরিধান করা,

(৬২) পেশাবের ছিটা-ফোটা হতে সতর্কতার সাথে না বাঁচা,

(৬৩) আমীরের সাথে বিশ্বাসঘাতকতা করা,

(৬৪) তলোয়ার, চাকু বা বন্দুক, পিস্তল ইত্যাদি দ্বারা মারিয়া ফেলার জন্য কোনো মুসলমানের প্রতি ইঙ্গিত করা,

(৬৫) ঝগড়া, কলহ ও মারপিটে অভ্যস্ত হওয়া,

(৬৬) খাদ্যদ্রব্যকে মন্দ বলা বা সমালোচনা করা,

(৬৭) দ্বীনের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়া,

(৬৮) হেরেম শরীফে যে কোনো গুনাহের কাজ করা,

(৬৯) সগীরাহ গুনাহ বারবার করতে থাকা,



আরো পড়তে পারেনঃ

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত

শাওয়ালের ছয় রোজা

হজ্জের গুরুত্ব ও ফযীলত-Hajjer Gurutto o Fajilat

বেসরকারিব্যবস্থাপনায় হজ করতে কত টাকা লাগবে?

এ বছর হজ করতে পারবেন ১০ লাখ

কোন দেশ থেকে কত মানুষ হজে যেতে পারবে

ঈদুল ফিতরের তাৎপর্য-EdulFitorer Tatporjo

সদকায়ে ফিতর/ফিতরা এর মাসায়েল/sadkaye fittor

মহানবীকে স্বপ্নে দেখার উপায়-Mohanobi ke sopne dekhar amol

যে সময় দোয়া কবুল হয়-Je Somoy Dua Korle Kobol Hoy

ঈদের নামাজের নিয়ত ও নিয়ম-Eider namajer niyot o niyom

আকিকার গোসত কতদিন খাওয়া যাবে-Akikar Mangso

আকীকা এবং কিছু ভ্রান্ত ধারণা/Akikar Niyom

রোজা ভঙ্গের কারণসমুহ

রোজার মাকরুহসমূহ

রোজার কাফ্‌ফারা-র মাসায়েল

রোজার কাযার মাসায়েল

নফল রোজার মাসআলা/Nafal Rojar Masala

এতেকাফ-Etekaf-ইতেকাফ

এতেকাফ এর মাসাআলা/Etekaf er Masala/এতেকাফের শর্তসমূহ

শবে কদর, এ'তেকাফ ও ফিতরা মাসআলা

লাইলাতুল কদরের ফজিলত

তওবার নামাজ কিভাবে পড়তে হয়

ইসলাম ও ঈমানের দাওয়াত

সূরা ফাতিহা/Surah Fatiha

সূরা ফাতিহার শানে নুযূল/ Sura Fatihar Sane Nuzul

সূরা ফাতিহার বৈশিষ্ট্য ও ফজিলত/Sura Fatihar Fojilot



Popular Posts