Breaking

May 15, 2022

পাঁচ কালেমা আরবি ও বাংলা অর্থসহ উচ্চারণ/5 Kalema

কালিমার বিবরণী

 

কালিমা শব্দের অর্থ বাক্য। বিশ্বাস স্থাপনের এমন কতিপয় বাক্য বা বাক্যসমষ্টিকে কালিমা বলে যা পাঠ করলে পাঠকারীর মৃত্যু পর্যন্ত আল্লাহ ও তাঁর রাসূলের হুকুম ছাড়া অন্য যে কোন হুকুম পালন করা এবং ভিন্ন পথে চলা নিষিদ্ধ। কালিমা গুলির পাঠই হচ্ছে আন্তরিক ঈমানের বাস্তবরূপ। যে কোন লোক একমাত্র এই অঙ্গীকার করার ফলশ্রুতিতেই মুসলমান হয়। কোন লোক কেবল মাত্র মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করলেই প্রকৃত মুসলমান হয় না। যেমন মাওলানার ছেলে যদি মাদ্রাসায় পড়ে কামেল পাস না করে থাকে তাকে মাওলানা বলে না। কালিমা পাঁচটি নিম্নেরূপ। 


কালেমা তাইয়্যেবা,৫ কালেমা,পাঁচ (৫) কালেমা বাংলা উচ্চারণ ও অর্থ


১ম কালিমায়ে তৈয়্যেবা

لا إله إلا الله محمد رسول الله

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্।

অর্থঃ আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নেই, হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার রাসূল।

 

    উল্লেখ্য যে, কালিমায়ে তৈয়্যেবা অর্থ হচ্ছে উত্তম বাক্য। এ গুলিকে উত্তম বাক্য এই জন্য বলা হয় যে, এই কালিমা স্বয়ং পবিত্র এবং যার মাঝে তা প্রবেশ করে তাকেও পবিত্র করে। মানুষের মধ্যে যত শিরক, কুফর, বিদআত এবং খারাবী রয়েছে সবগুলি দূর করে আল্লাহ তায়ালার জাত ও ছিফাতের বিশ্বাস অন্তরে সৃষ্টি করে দেয় এবং মানুষের গড়া যত মত ও পথ রয়েছে সবগুলিকে ধুলিস্যাৎ করে একমাত্র হুজুর (সাঃ)-এর দেখানো পথে জীবন পরিচালিত করতে শিখায়।

কালেমা শাহাদত,৫ কালেমা,পাঁচ (৫) কালেমা বাংলা উচ্চারণ ও অর্থ

২য় কালিমায়ে শাহাদাৎ

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله

উচ্চারণঃ আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।

অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য, (উপাসনার যোগ্য, আরাধনা করার মত কোন ইলাহ্, সর্বময় ক্ষমতার অধিকারী) নেই। তিনি একক তাঁর কোন অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহ তায়ালার বান্দা ও প্রেরিত রাসূল ।


কালেমা তাওহীদ,৫ কালেমা,পাঁচ (৫) কালেমা বাংলা উচ্চারণ ও অর্থ

৩য় কালিমায়ে তাওহীদ

لا إله إلا أنت واحدا لا ثاني لك محمد رسول الله إمام المتقين،رسول رب العالمین۔

উচ্চারণঃ লা- ইলাহা ইল্লা আন্তা ওয়াহিদাল্লা সানিয়া লাকা মুহাম্মদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকী-না রাসূলু রাব্বিল আলামীন।

অর্থঃ হে আল্লাহ! তুমি ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই। তুমি একক তোমার কোন দ্বিতীয় নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ (সাঃ) ধর্ম ভীরুদের নেতা এবং বিশ্ব প্রতিপালকের রাসূল।

কালেমা তামজীদ,৫ কালেমা,পাঁচ (৫) কালেমা বাংলা উচ্চারণ ও অর্থ

৪র্থ কালিমায়ে তামজীদ

لا إله إلا أنت نورايهدي الله ينوره من يشاء محمد رسول الله إمام المرسلين وخاتم النبيين

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লা আন্তা নূরাই ইয়াদিয়াল্লাহু লিনূরিহী মাইয়্যাশা-য়ু মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালী-না খা-তামুন নাবীয়্যী-ন।

অর্থঃ হে আল্লাহ! তুমি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। তুমি জ্যোতির্ময়, যাকে ইচ্ছা তাকেই তুমি নিজ জ্যোতি দ্বারা সৎপথ প্রদর্শন কর। হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল, তিনি সকল রাসূলগণের নেতা এবং নবীগণের মধ্যে সর্বশেষ নবী।

কালেমা রদ্দেকুফর,৫ কালেমা,পাঁচ (৫) কালেমা বাংলা উচ্চারণ ও অর্থ

৫ম কালিমা রদ্দেকুফর

اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئاؤنؤ مـن بـه واستغفرك ما أعلم به وما لاعلم به واتو ب من كل ذنب وامنت وأقل أن لا إله إلا الله محمد سول الله -

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আন উশরিকা বিকা শাইয়াও ওয়া আনা আলামু বিহী ওয়াসতাগকিরুকা লিমা-আ'লামু বিহী ওয়ামা লা-আ'লামু বিহী তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল মাআছি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আকুলু আল্লা ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্।

অর্থঃ হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করি, যেন কাউকেও তোমার সাথে শরীক না করি। আমি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করছি। আর আমার জানা ও আজানা সকল প্রকার গুনাহ হতে তোমার নিকট ক্ষমা চাচ্ছি। আমি সকল প্রকার পাপ কাজ হতে তওবা করছি। আমি তোমার উপর ঈমান এনেছি এবং বলছি যে, আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই এবং মোহাম্মদ (সাঃ) আল্লাহর রাসুল।

ইমানে মুজমাল,৫ কালেমা,পাঁচ (৫) কালেমা বাংলা উচ্চারণ ও অর্থ

ইমানে মুজমাল

منت بالله كماهو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه واركانه -

উচ্চারণঃ আ-মানতু বিল্লাহি কামা হুয়া বিআসমায়িহী ওয়া ছিফা—তিহী ওয়া কাবিলতু জ্বামীয়া আহকা—মিহী ওয়া আরকা-নিহী।

অর্থঃ আল্লাহ তায়ালা স্বীয় নামসমূহ ও গুণাবলীর মাঝে যেভাবে বিরাজমান আছেন আমি তদানুযায়ী তার উপর বিশ্বাস স্থাপন করলাম এবং তাঁর যাবতীয় হুকুম আহকাম ও বিধি বিধান মেনে নিলাম।

ঈমানে মুফাসসাল,৫ কালেমা,পাঁচ (৫) কালেমা বাংলা উচ্চারণ ও অর্থ

ঈমানে মুফাসসাল

منت بالله ومليكته وكتبه ورسله واليوم الأخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت -

উচ্চারণঃ আ-মানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রসূলিহী ওয়াল ইয়াওমিল আখিরি ওয়াল্ ক্বাদরি খাইরিহী ওয়া শাররিহী মিনল্লাহি তা আলা ওয়াল বাসি বা'দাল মাউত।

অর্থঃ আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তায়ালা এবং কিতাবসমূহের উপর, তাঁর রাসূলগণের উপর এবং শেষ দিবসের উপর তাকদীরের ভাল-মন্দ হওয়া একমাত্র আল্লাহর পক্ষ্য থেকে (এই বিশ্বাসের উপর) এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর।

 

আরো পড়তে পারেনঃ

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত

নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ

নামাজ বা সালাত আদায়ের নিয়ম-Namaj Adayer Niyom

৫ টি কথায় সকল চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়

তওবা কবুল হওয়ার শর্ত/Taoba Kobul Hoyar Sorto

সালাতুস তাসবীহ

দোয়া করার নিয়ম

শাওয়ালের ছয় রোজা

হজ্জের গুরুত্ব ও ফযীলত-Hajjer Gurutto o Fajilat

ঈদুল ফিতরের তাৎপর্য-EdulFitorer Tatporjo

সদকায়ে ফিতর/ফিতরা এর মাসায়েল/sadkaye fittor

নামাজ ও যাকাত এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা

কুরবানীর ইতিহাস, তত্ত্ব, ফাযায়েল ও মাসায়েল

কোরবানীর ইতিহাস ও ওয়াজিব হওয়ার শর্ত/Qurbani

কুরবানির পশু জবাইয়ের দোয়া ও পদ্ধতি

মহানবীকে স্বপ্নে দেখার উপায়-Mohanobi ke sopne dekhar amol

যে সময় দোয়া কবুল হয়-Je Somoy Dua Korle Kobol Hoy

ঈদের নামাজের নিয়ত ও নিয়ম-Eider namajer niyot o niyom

রোজা ভঙ্গের কারণসমুহ

রোজার মাকরুহসমূহ

রোজার কাফ্‌ফারা-র মাসায়েল

রোজার কাযার মাসায়েল

নফল রোজার মাসআলা/Nafal Rojar Masala

এতেকাফ-Etekaf-ইতেকাফ

এতেকাফ এর মাসাআলা/Etekaf er Masala/এতেকাফের শর্তসমূহ

শবে কদর, এ'তেকাফ ও ফিতরা মাসআলা

লাইলাতুল কদরের ফজিলত

তওবার নামাজ কিভাবে পড়তে হয়

ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব

ইসলাম ও ঈমানের দাওয়াত


Popular Posts