Breaking

May 1, 2022

যে সময় দোয়া কবুল হয়-Je Somoy Dua Korle Kobol Hoy



দোয়া কবুলের উত্তম সময়



দুনিয়ায় সকল মানুষই আল্লাহ নিকট মুখাপেক্ষী। বান্দার সুস্থ্য জীবন-যাপন আল্লাহর একান্ত অনুগ্রহ। আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা এক কদমও চলতে পারে না। সেই মহা মনিবের দরবারে প্রত্যেক বান্দারই রয়েছে একান্ত চাওয়া-পাওয়া।

এ চাওয়া-পাওয়া কবুলের জন্য রয়েছে একান্ত কিছু সময়। যা এখানে তুলে ধরা হলো-

সম্পর্কিত পোস্টঃ

৫ টি কথায় সকল চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়

দোয়া করার নিয়ম

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত

নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ

তওবা কবুল হওয়ার শর্ত/Taoba Kobul Hoyar Sorto

সালাতুস তাসবীহ



***শেষ রাত্রির (রাত্রির তৃতীয় ভাগ তথা তাহাজ্জুদ নামাজের সময়) মধ্য ভাগ।
***লাইলাতুল কদরের রাত্রি।
***আজান ও একামতের মধ্যবর্তী সময়।
***পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর।
***প্রত্যেক রাত্রের দ্বি-প্রহরের পর কিছু সময়।
***জুমার দিবসের কিছু সময়। আর তা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত সময়।
***জুমার খুতবা থেকে জুমার নামাজের জামাতের সময় পর্যন্ত।
***বৃষ্টি বর্ষণের সময়।
***আল্লাহর পথে বেরিয়ে যুদ্ধের জন্য কাতারবন্দী হয়ে অগ্রসর হওয়ার সময়।
***পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের আজানের সময়।
***অযু অবস্থায় ঘুমিয়ে অতপর রাত্রিতে জাগ্রত হয়ে দোয়া করা।
***রমজান মাসে দোয়া করা।
***সেজদারত অবস্থায় দোয়া করা।
***জমজমের পানি পান করার সময়ের দোয়া করা।
***আরাফাতের দিনের দোয়া।
***জিলহজ মাসের প্রথম ১০ দিনের দোয়া।
***ইফতারির আগের দোয়া।

পরিশেষে সারা বৎসরই আমরা উক্ত সময়গুলোতে আল্লাহর কাছে আমাদের মনের একান্ত চাওয়া-পাওয়াগুলো নিবেদন করতে পারি। হাদিসের আলোকে আল্লাহ তাআলা তা গ্রহণ করার জন্য বান্দাকে করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উক্ত সময়ে তাঁর কাছে দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

 

আরো পড়তে পারেনঃ

দোয়া করার নিয়ম

ঈদের নামাজের নিয়ত ও নিয়ম-Eider namajer niyot o niyom

রোজা ভঙ্গের কারণসমুহ

রোজার মাকরুহসমূহ

রোজার কাফ্‌ফারা-র মাসায়েল

রোজার কাযার মাসায়েল

নফল রোজার মাসআলা/Nafal Rojar Masala

এতেকাফ-Etekaf-ইতেকাফ

এতেকাফ এর মাসাআলা/Etekaf er Masala/এতেকাফের শর্তসমূহ

যেসব কারণে এতেকাফ ফাসেদ তথা নষ্ট হয়ে যায় এবং কাযা করতে হয়

শবে কদর, এ'তেকাফ ও ফিতরা মাসআলা

শাওয়ালের ছয় রোজা

হজ্জের গুরুত্ব ও ফযীলত-Hajjer Gurutto o Fajilat

ঈদুল ফিতরের তাৎপর্য-EdulFitorer Tatporjo

সদকায়ে ফিতর/ফিতরা এর মাসায়েল/sadkaye fittor/fitara er masayel

নামাজ ও যাকাত এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা

কুরবানীর ইতিহাস, তত্ত্ব, ফাযায়েল ও মাসায়েল

লাইলাতুল কদরের ফজিলত

তওবার নামাজ কিভাবে পড়তে হয়

ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব

ইসলাম ও ঈমানের দাওয়াত

Popular Posts