হজযাত্রীদের
জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ ব্যবস্থাপনায় কোরবানির খরচ
ছাড়া হজ প্যাকেজ বাবদ খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।
ব্যক্তিগত ব্যবস্থাপনায়
প্যাকেজের নাম ‘জেনারেল প্যাকেজ’। এর আওতায় পবিত্র হারাম শরীফের বাইরের প্রাঙ্গণের সীমানা থেকে ১
থেকে দেড় হাজার মিটার দূরত্বে হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা করা হবে। বেসরকারি ব্যবস্থাপনায়,
প্রত্যেক হজযাত্রীকে ১৮ মে এর মধ্যে এজেন্সির ব্যাংকে হজ প্যাকেজের টাকা জমা দিতে হবে
অথবা এজেন্সির অফিসে জমা দিয়ে টাকার রশিদ নিতে হবে।
আরও পড়ুন
এ বছর হজ করতে পারবেন ১০ লাখ
কোন দেশ থেকে কত মানুষ হজে যেতে পারবে
হজযাত্রীদের
তাদের পাসপোর্ট ৪ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত বৈধ রাখতে হবে। ১৯৫৭ সালের ৩০ জুন বা তার
আগে জন্মগ্রহণকারী হজযাত্রীরা এ বছর হজ করতে পারবেন না। কোরবানির খরচ বাবদ প্রত্যেক
হজযাত্রীকে নিজ দায়িত্বে কমপক্ষে ৮১০ (আটশত দশ) সৌদি রিয়াল বা আলাদাভাবে ১৯ হাজার
টাকা নিতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে
আগামী ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ উদযাপিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৫৭
হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার
এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
সংবাদ সম্মেলনে হাব (হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বলেছে, প্রত্যেক হজযাত্রীকে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে। সৌদি আরব ভ্রমণের ৭২ ঘন্টার মধ্যে, Covid-19 এর RV-PCR পরীক্ষা করতে হবে এবং একটি নেতিবাচক প্রশংসাপত্র প্রাপ্ত করতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ প্যাকেজের খরচ কেন বেড়েছে এ সম্পর্কে হাব সভাপতি বলেন, বাড়ি ভাড়া ও অতিরিক্ত সার্ভিস চার্জের জন্য হজ প্যাকেজের দাম বেড়েছে। এর মধ্যে অতিরিক্ত সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে ৮১ হাজার ২৩৬ টাকা।
নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ
নামাজ বা সালাত আদায়ের নিয়ম-Namaj Adayer Niyom
৫ টি কথায় সকল চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়
তওবা কবুল হওয়ার শর্ত/Taoba Kobul Hoyar Sorto
সালাতুস তাসবীহ
দোয়া করার নিয়ম
হজ্জের গুরুত্ব ও ফযীলত-Hajjer Gurutto o Fajilat
ঈদুল ফিতরের তাৎপর্য-EdulFitorer Tatporjo
সদকায়ে ফিতর/ফিতরা এর মাসায়েল/sadkaye fittor
নামাজ ও যাকাত এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা
কুরবানীর ইতিহাস, তত্ত্ব, ফাযায়েল ও মাসায়েল
কোরবানীর ইতিহাস ও ওয়াজিব হওয়ার শর্ত/Qurbani
কুরবানির পশু জবাইয়ের দোয়া ও পদ্ধতি
মহানবীকে স্বপ্নে দেখার উপায়-Mohanobi ke sopne dekhar amol
যে সময় দোয়া কবুল হয়-Je Somoy Dua Korle Kobol Hoy
ঈদের নামাজের নিয়ত ও নিয়ম-Eider namajer niyot o niyom
আকিকার গোসত কতদিন খাওয়া যাবে-Akikar Mangso
আকীকা এবং কিছু ভ্রান্ত ধারণা/Akikar Niyom
নফল রোজার মাসআলা/Nafal Rojar Masala
এতেকাফ এর মাসাআলা/Etekaf er Masala/এতেকাফের শর্তসমূহ
শবে কদর, এ'তেকাফ ও ফিতরা মাসআলা