মা-বাবার প্রতি অনুগ্রহের দৃষ্টিতে পাওয়া যায় কবুল হজের সওয়াব।
পৃথিবীতে মাত্র তিনটি জিনিসই আছে যা দেখলে সওয়াব হয়। কাবা শরীফ, কুরআন শরীফ ও পিতা-মাতার চেহারা।
নবী (সল্লাল্লহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যখন কোন সন্তান তার পিতা-মাতার প্রতি অনুগ্রহের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তায়ালা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন’।
কোন ব্যক্তি হজ করলে সে কখনই বলতে পারবে না তার হজ কবুল হয়েছে, অথচ আমরা যদি আমাদের পিতামাতার প্রতি নেক দৃষ্টিতে তাকাই তখন নিশ্চিত কবুল হজের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দিবেন। এরচেয়ে বড় পাওয়া আর কি হতে পারে!
রসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভিশাপ দিয়েছেন যে সন্তানরা তাদের পিতা-মাতার সেবা করে না। হাদিস অনুসারে, একবার জুমার দিনে, রাসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের
প্রথম সিঁড়িতে পা রেখে বললেন, ‘আমীন!’
তারপর দ্বিতীয় ধাপে পা রাখলেন, বললেন, ‘আমীন!’
তারপর তৃতীয় ধাপে পা রাখলেন এবং বললেন, ‘আমীন!’
তারপর তিনি খুতবা দিলেন এবং সালাত আদায় করলেন। সালাত শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা.)! আজ যা দেখলাম, আগে কখনো দেখিনি, এটা কি নতুন নিয়ম? ’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘না, এটা কোনো নতুন নিয়ম নয়, পক্ষান্তরে আমি যখন মিম্বরে আরোহণ করলাম তখন হযরত জিব্রাইল (আ.) এলেন। যখন আমি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন তিনি বললেন, "আল্লাহ বলেছেন, 'যারা তাদের পিতা-মাতা উভয়ের বা বৃদ্ধ বয়সে তাদের একজনের খেদমতে জান্নাত লাভ করতে পারেনি, তারা যেন ধ্বংস হয়ে যায়।' অতঃপর আমি (রাসূলুল্লাহ সাঃ) সম্মতি জানালাম এবং বললাম, আমীন! (যেমন হোক)। যখন আমি দ্বিতীয় ধাপে পা রাখলাম, তখন তিনি বললেন, "আল্লাহ বলেছেন, 'যারা রমজান পেয়েছে, কিন্তু গুনাহ ক্ষমা করাতে সক্ষম হয়নি তারা ধ্বংস হয়ে যাক।' তখন আমি বললাম, আমীন! যখন আমি মিম্বরের তৃতীয় ধাপে পা রাখলাম, তখন তিনি বললেন, আল্লাহ বলেন, যারা আপনার পবিত্র নাম মুবারক (মুহাম্মাদ সাঃ) শুনেছে কিন্তু দরূদ শরীফ পাঠ করেনি তারা ধ্বংস হোক। তখন আমি রাজি হয়ে বললাম, 'আমিন!' (মুসলিম শরীফ)।
বাবা-মার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আবার বাবা-মার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ আমাদের সবাইকে বাবা-মার সন্তুষ্টি অর্জন করে জান্নাত কায়েক করার তাওফিক দান করুণ, আমীন।
আরো পড়তে পারেনঃ
৫ টি কথায় সকল চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়
ইসলামে প্রতিবেশীর অধিকার পর্ব ১
ইসলামে মেহমানদারির গুরুত্ব ও বিধান
ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব
সূরা ফাতিহার বৈশিষ্ট্য ও ফজিলত
যৌবনকাল ইসলামে ইবাদতের শ্রেষ্ঠ সময়
চল্লিশ দিন জামাতে নামাজ পড়ার ফজিলত #তাকবীরউলা
হস্তমৈথুন এবং এটা থেকে বাঁচার উপায়