Breaking

July 28, 2022

ইসলামে প্রতিবেশীর অধিকার পর্ব ১/Protibeshir Odikar 1

 প্রতিবেশীর অধিকার



প্রতিবেশীকে কষ্ট দেয়া বেঈমানীঃ



قـال رسـول الله صلى الله علـيـه وسـلـم والله لا يؤمن والله لايؤمن، والله لايؤمن قيل من يـارسـول الله ؟ قال الذي لا يأمن جاره بوائقه - متفق عليـه


শব্দের অর্থঃ
লাইউমিন-সে মু'মিন নয়। ওয়াল্লাহী-আল্লাহর কসম। । কীলা-জিজ্ঞেস করা হলো। আল্লাযী লাইউমানু-যারা নিরাপদ নয়। জারুহ-তার প্রতিবেশী । বাওয়ায়িকাহু-তার কষ্ট।

     রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, সে মু'মিন নয়। আল্লাহর শপথ, সে মু'মিন নয়। আল্লাহর শপথ, সে মু'মিন নয়। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! কে সে ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অনিষ্ট থেকে প্রতিবেশীগণ নিরাপদ নয়। -বুখারী, মুসলিম

প্রতিবেশীর মর্যাদাঃ


قال النبي صلى الله علـيـه وسـلـم مارال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه - مـتـفـق عليه عائشة رض

শব্দের অর্থঃ মায়ালা-একাধারে। ইউসিনী -আমাকে তাকীদ, উপদেশ করতেই ছিলেন। বিলজারি- প্রতিবেশিদের সম্পর্কে। সাইউওয়াররিসুহু-প্রতিবেশীকে উত্তরাধীকার বানিয়ে দেয়া হবে।

 

আরোও পড়তে পারেনঃ

ইসলামে প্রতিবেশীর অধিকার পর্ব ২

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত

নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ

নামাজ বা সালাত আদায়ের নিয়ম-Namaj Adayer Niyom

নামাযের গুরুত্বপূর্ণ মাসালা/Namajer Gurottpourno Masala

কাযা নামায পড়ার নিয়ম/Kaja Namaz Porar Niyom


     রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম একাধারে আমাকে প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার করার জন্যে তাকিদ করতেই ছিলেন শেষ পর্যন্ত আমার ধারণা হলো যে, অচিরেই হয়তো এক প্রতিবেশীকে অপর প্রতিবেশীর উত্তরাধিকার বানিয়ে দেয়া হবে। -বুখারী, মুসিলম

মু'মিনের প্রতিবেশী উপবাস থাকতে পারে নাঃ

 

 (١٨٤) عن بن عباس (رض) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن بالذي يشبع وجاره جائع الى جنه -
-
مشكوة


শব্দের অর্থঃ বিল্লাজী ইয়াশবাউ-যে পেট পুরে খায় । জারুহু-তার প্রতিবেশী। জায়েউন-না খেয়ে উপোষ থাকে ।

     আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত- আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সে ব্যক্ত মু'মিন নয় যে ব্যক্তি পেটপুরে খায় আর তার প্রতিবেশী তার পাশে না খেয়ে উপোষ থাকে। মিশকাত

প্রতিবেশীর খবরাখবর নেয়াঃ


(
١٨٥) قال رسول الله صلى الله عليه وسلم يا أبادر (رض) اذا طبخت مرقة فلكثر ماء هاو تعاهد جيرانك ـ مسلم


শব্দের অর্থঃ ইজা তাবাখতা-তুমি তরকারী পাকাবে। মারাকাতান ফাআকসির-তখন এতে একটু বেশি করে পানি দিও। তাআহাদ-খোঁজ খবর নিও তোমার প্রতিবেশীর।


আরোও পড়তে পারেনঃ

নামাজ ছেড়ে দেয়ার পরিণতি/নামাজ না পড়ার শাস্তি

প্রথম কাতারে নামায পড়ার ফযীলত/Protom Katare Namaz Porar Fojiot

সাহু সিজদাহ করার নিয়ম/Sahu Sijdah Korar Niyom

নামায অবস্থায় অযূ ভঙ্গ হলে করণীয়

 

 

     রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তায়ালা আনহুকে বললেন- হে আবু যর। যখন তুমি তরকারী পাকাবে তখন এতে একটু পানি বেশি দিও। তোমার প্রতিবেশীর খোঁজ-খবর নিও।-মুসলিম

প্রতিবেশীদের নিকট উপহার বিনিময়ের গুরুত্বঃ

 

 (١٨٦) قــال رســول الله صلى الله عليه وسـلـم يـا يـسـاء المسلمات لاتحقرن جارة لجارتها ولو فرس شاة - متفق عليه


শব্দের অর্থঃ লাতাহকিরান্না-তুচ্ছ মনে করবে না। ফিরসিনুন-পায়া। শাতিন-ছাগল

     রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হে মুসলিম মহিলাগণ! কোন প্রতিবেশিনীকে উপহার দেয়ার ব্যাপারে উপেক্ষা করবে না । যদিও সে উহার কোন বকরীর পায়ের একটি পায়াও হয়।- বুখারী, মুসলিম

 

     ব্যাখ্যাঃ মেয়েরা স্বভাবত কোন সামান্য জিনিস তার প্রতিবেশির ঘরে পাঠাতে চায় না। তারা সর্বদাই কোন উত্তম জিনিস পাঠাতে চায়। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, ছোট-খাট এবং সামান্য জিনিস হলেও প্রতিবেশীর নিকট পাঠিয়ো। যদি কোন মহিলার নিকট প্রবিতেশীর পক্ষ থেকে সামান্য জিনিসও উপহার হিসেবে আসে তাহলে উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করো। এটাকে তুচ্ছ মনে করো না এবং সমালোচনাও করো না।

সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত প্রতিবেশীঃ

 

 عن عائشة (رض) قالت قلت يارسول الله صلى الله عليه وسلم ان لي جارين فالي ايهما أهدي ؟ قال الى أقربهما منك بابا ۔ بخاري


শব্দের অর্থঃ জারাইনি-দুইজন প্রতিবেশী। আহদী -আমি উপহার পাঠাবো। আকরাবিহিমা মিনকা বাবান-দরজার দিক দিয়ে যে তোমার বেশি নিকটবর্তী।
     আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আমার দু'জন প্রতিবেশী আছে। তাদের মধ্যে কার নিকট উপহার পাঠাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজার দিক দিয়ে যে বেশি তোমার নিকটবর্তী। -বুখারী

 

আরো পড়তে পারেনঃ

৫ টি কথায় সকল চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়

তওবা কবুল হওয়ার শর্ত/Taoba Kobul Hoyar Sorto

সালাতুস তাসবীহ

দোয়া করার নিয়ম

মহানবীকে স্বপ্নে দেখার উপায়-Mohanobi ke sopne dekhar amol

যে সময় দোয়া কবুল হয়-Je Somoy Dua Korle Kobol Hoy

আকিকার গোসত কতদিন খাওয়া যাবে-Akikar Mangso

আকীকা এবং কিছু ভ্রান্ত ধারণা/Akikar Niyom

তওবার নামাজ কিভাবে পড়তে হয়

ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব

ইসলাম ও ঈমানের দাওয়াত

সূরা ফাতিহা/Surah Fatiha

সূরা ফাতিহার শানে নুযূল/ Sura Fatihar Sane Nuzul

সূরা ফাতিহার বৈশিষ্ট্য ও ফজিলত/Sura Fatihar Fojilot

কবিরা গুনাহসমূহ/Kobira Gunahasomuh

পাঁচ কালেমা আরবি ও বাংলা অর্থসহ উচ্চারণ/5 Kalema

শিরকের বিবরণ/Shirok

প্রস্রাব-পায়খানা করার নিয়ম/Prosrab-paykhana korar niyom

ঢিলা-কুলুখ ব্যবহারের নিয়ম/hila-kulukh beboharer niyom

মা-বাবা সাথে সন্তানের আচরণ কেমন হবে/Baba-Maa

জুমার নামাজ/JumarNamaz

জুমুয়ার নামায পড়ার নিয়ত/Jumuwar namaz poar niyot

জুমার গুরুত্ব ও ফজিলত/Jumar Gorotto o Fojilot

ইসলামে নারীর পর্দার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

মহিলাদের যাদের সাথে দেখা দেয়া জায়েয

মহিলাদের পোশাক পরিচ্ছদ

নামাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং নামাজ সম্পর্কে ঘটনা পর্ব ১

নামাজের প্রকারভেদ/ Foroj-Wajib-Sunnat-Nofol Namaj

ইসলামে মেহমানদারির গুরুত্ব ও বিধান/Mehomandari

 

রাহে আমল ১ অবলম্বনে

Popular Posts