প্রস্রাব-পায়খানার
বিবরণ
প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হওয়াকে ইস্তেঞ্জা বলা হয়। প্রকৃতির জোরে প্রতিটি মানুষই তা করতে বাধ্য। তবে মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব তাই তাকে কিছু আদব-কায়দা মেনে চলতে হয়।
তাদেরকে সভ্যতার উৎকৃষ্ট উদাহরণ দেখাতে হবে। তাদের পক্ষে অন্যান্য প্রাণীর মতো আচরণ করা সম্ভব নয়। সৃষ্টির সেরা মানুষ তা করতে পারে না, যেমন একটি কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে। যদি তাই হয়, একটি কুকুর এবং একটি মানুষের মধ্যে পার্থক্য কি? মানুষ হিসেবে তাকে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়।প্রস্রাবে প্রবেশের
আগে দোয়া
প্রস্রাবে প্রবেশ না করে নিম্নোক্ত দোয়াটি পড়া একজন ব্যক্তির জন্য
উত্তম-
اللهم إني أعوذبك من
الخبث والخبائث
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েসি।
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ঘৃণ্য ও অপবিত্র দুদ শয়তান
থেকে।
আরও পড়ুনঃ
নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ
নামাজ বা সালাত আদায়ের নিয়ম-Namaj Adayer Niyom
৫ টি কথায় সকল
চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়
তওবা
কবুল হওয়ার শর্ত/Taoba Kobul Hoyar Sorto
প্রস্রাব-পায়খানা
থেকে বের হওয়ার দোয়া
প্রস্রাব-পায়খানা থেকে বের হওয়ার সময় বলতে হবে-
الحمد لله الذي أذهب عنى الأذى
وعافاني
উচ্চারণঃ আলহামদু লিল্লাহিল্লাযী
আমলীল আযা ওয়া আফানী
অর্থ: সমস্ত প্রশংসা সেই মহান সত্তার জন্য যিনি আমার সমস্ত কষ্ট দূর
করেছেন এবং আমাকে শান্তি দিয়েছেন।
প্রস্রাব-পায়খানার
জন্য নিষিদ্ধ জায়গা
আপনি যেখানে খুশি প্রস্রাব করতে পারবেন
না। এমন কিছু জায়গা আছে যেখানে প্রস্রাব করা নিষেধ। যেমন মসজিদ বা ঈদগাহের সামনে,
অযু গোসলের স্থানে, কবরস্থান, ফলের গাছের নিচে, মানুষ পারাপারের পথে, ঐ সব ছায়াময়
গাছের নিচে যেখানে মানুষ বসে বিশ্রাম নেয়, প্রবাহিত জলে, শস্যক্ষেত্রে, বদ্ধ জলাশয়ে,
ইঁদুর, সাপ বা পিঁপড়ার গর্তে।
আরও পড়ুনঃ
তওবার নামাজ কিভাবে পড়তে হয়
ইবাদত কবূল হওয়ার
শর্তাবলী ১ম পর্ব
প্রস্রাব-পায়খানা
অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ
(১) প্রস্রাব করার সময় কিবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে বসা যাবে
না।
(২) প্রস্রাব করার সময় ধূমপান করবেন না।
(৩) দাঁড়িয়ে থাকা অবস্থায় উক্ত কাজ করা যাবে না।
(৪) প্রস্রাবে প্রবেশের আগে ডান পা এবং বাইরে যাওয়ার আগে বাম পা দেবেন
না, তবে প্রবেশের সময় প্রথমে বাম পা এবং বাইরে যাওয়ার আগে ডান পা দেবেন।
(৫) কোরআন-হাদিসের কোনো আয়াত, কালাম বা আল্লাহর রাসূলের নাম লেখা
কোনো কাগজ সঙ্গে নেওয়া যাবে না।
(৬) আংটিতে আল্লাহর নাম খোদাই করা থাকলেও তা খোলা রেখে প্রস্রাব পায়খানায়
প্রবেশ করতে হবে।
(৭) টয়লেটে প্রস্রাব করার সময় কথা বলা এবং খাওয়া উচিত নয়।
(৮) পেশাব করার সময় কাউকে সালাম দেওয়া যাবে না।
(৯) প্রস্রাব করার সময় চারপাশে বা আকাশের দিকে বা লজ্জাস্থানের দিকে
বারবার তাকানো যাবে না।
প্রস্রাব-পায়খানা
করার নিয়ম
যখন কোন ব্যক্তি পেশাব-পায়খানা করবে তখন সে পায়খানায় প্রবেশের দোয়া
পড়বে এবং তার প্রয়োজনীয় কাজ সেরে নিবে। প্রস্রাব-পায়খানা করার পর ঢিলা কুলুখ ব্যবহার করতে হবে। কারণ, কুলুখ
ব্যবহার করা সুন্নাত। শুধু কুলুখের মাধ্যমেই অনেক ক্ষেত্রে পবিত্রতা অর্জিত হয়। যেমন,
মল যদি শুকনো ও শক্ত হয় এবং গুহার মুখে লেগে না থাকে, তাহলে শুধু কুলুখ দ্বারা পবিত্র
হবে। কিন্তু মল যদি চার দিকে লেগে থাকে এবং মলের পরিমাণ এক দিরহামের কম হয় তাহলে পানি
দিয়ে ধৌত করা ওয়াজিব। আর পানি ঢালার পর বাম হাতে শৌচকার্য
করবে।
সালাতুস তাসবীহ
দোয়া করার নিয়ম
হজ্জের গুরুত্ব ও ফযীলত-Hajjer Gurutto o Fajilat
বেসরকারিব্যবস্থাপনায় হজ করতে কত টাকা লাগবে?
এ বছর হজ করতে পারবেন ১০ লাখ
কোন দেশ থেকে কত মানুষ হজে যেতে পারবে
ঈদুল ফিতরের তাৎপর্য-EdulFitorer
Tatporjo
সদকায়ে ফিতর/ফিতরা এর মাসায়েল/sadkaye
fittor
নামাজ ও যাকাত এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা
কুরবানীর ইতিহাস, তত্ত্ব, ফাযায়েল ও মাসায়েল
কোরবানীর
ইতিহাস ও ওয়াজিব হওয়ার শর্ত/Qurbani
কুরবানির পশু জবাইয়ের দোয়া ও পদ্ধতি
মহানবীকে স্বপ্নে দেখার উপায়-Mohanobi ke sopne dekhar
amol
যে সময় দোয়া কবুল হয়-Je Somoy Dua Korle Kobol Hoy
ঈদের
নামাজের নিয়ত ও নিয়ম-Eider namajer niyot o niyom
আকিকার গোসত কতদিন খাওয়া যাবে-Akikar Mangso
আকীকা এবং কিছু ভ্রান্ত ধারণা/Akikar Niyom
নফল রোজার মাসআলা/Nafal Rojar Masala
এতেকাফ এর মাসাআলা/Etekaf er Masala/এতেকাফের শর্তসমূহ
শবে কদর, এ'তেকাফ ও ফিতরা মাসআলা