আতর ব্যবহারে ইসলামের
বিধান,
খুশবো ব্যবহারে ইসলামের
বিধান,
সুগন্ধি বা আতর পার্থিব পণ্য ও শোভা। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে, দুনিয়ার ভোগ্য বস্তুর মধ্যে
সুগন্ধি তার কাছে প্রিয়। আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিত, যিনি নবী (সাল্লাল্লাহু
‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: “তোমাদের দুনিয়ায় আমার কাছে
প্রিয় হলঃ নারী এবং সুগন্ধি। আর আমার চোখের শীতলতা নামাজে।"
Ø নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ
Ø
নামাজ বা সালাত আদায়ের নিয়ম
Ø
কাযা নামায পড়ার নিয়ম
Ø তওবার নামাজ
কিভাবে পড়তে হয়
দামী আতরের গন্ধ ভাল এবং সস্তার চেয়ে দীর্ঘস্থায়ী
হয়। এ কারণে দামি আতর কেনা অপচয় বলে গণ্য হবে না। যাইহোক, নিম্নলিখিত কারণে আতর ক্রয়
অপচয় হিসেবে বিবেচিত হবেঃ
ð সেই আতর কেনার টাকা
তাঁর কাছে নেই। ধার বা কেনার টাকা থাকলেও এই টাকা দিয়ে আতর কিনলে তার উপরে যাদের খরচ
বহন করা আবশ্যক তাদের ক্ষতি হবে।
আরো পড়ুনঃ
Ø
প্রথম কাতারে নামায পড়ার ফযীলত
Ø
নামায অবস্থায় অযূ ভঙ্গ হলে করণীয়
Ø আকিকার
গোসত কতদিন খাওয়া যাবে
Ø
প্রস্রাব-পায়খানা করার নিয়ম
Ø ঢিলা-কুলুখ ব্যবহারের নিয়ম
ð যদি গর্ব, অহংকার
বা বড়াই এই সুবাসের দ্বারা কাম্য হয়।
ð অপ্রয়োজনীয় অতিরিক্ত
কেনাকাটা।
উমর (রাঃ) থেকে বর্ণিত, "যদি কেউ সুগন্ধি
কেনার জন্য তার সমস্ত অর্থ ব্যয় করে তবে সে অপচয়কারী
নয়?"
নিঃসন্দেহে, কোনো ব্যক্তি যদি ধনী হয় এবং
সে যদি ভালো মানের দামি আতর কিনে নেয়, তবে তা অপচয় হিসেবে গণ্য হবে না। বিশেষ করে ভালো
মানের আতর বেশিক্ষণ স্থায়ী হয় এবং গন্ধও ভালো হয়। আর যদি মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির
ব্যক্তি হয়- তাহলে এমন ব্যক্তির জন্য এ ধরনের সুগন্ধি ক্রয় করা অপচয় বলে গণ্য হবে।
Ø
নামাজ ছেড়ে দেয়ার পরিণতি/নামাজ
না পড়ার শাস্তি
Ø তওবা কবুল
হওয়ার শর্ত
Ø ৫ টি কথায়
সকল চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়
Ø সালাতুস তাসবীহ
Ø দোয়া করার নিয়ম
Ø মহানবীকে স্বপ্নে দেখার উপায়
Ø যে সময় দোয়া কবুল হয়
Ø আকীকা এবং কিছু ভ্রান্ত ধারণা
Ø ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব
Ø ইসলাম ও
ঈমানের দাওয়াত
Ø সূরা ফাতিহার বৈশিষ্ট্য ও ফজিলত
Ø
কবিরা গুনাহসমূহ
Ø
পাঁচ কালেমা আরবি ও বাংলা অর্থসহ
উচ্চারণ
Ø
শিরকের বিবরণ
Ø মা-বাবা সাথে সন্তানের আচরণ কেমন
হবে
Ø
মহিলাদের
যাদের সাথে দেখা দেয়া জায়েয
Ø
জুমার
গুরুত্ব ও ফজিলত
Ø নামাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং নামাজ সম্পর্কে ঘটনা পর্ব ১
Ø ইসলামে প্রতিবেশীর অধিকার পর্ব ১
Ø ইসলামে মেহমানদারির
গুরুত্ব ও বিধান
Ø ফরজ সালাতের পরের দোয়া ও জিকির
Ø বাংলা উচ্চারণ ও অর্থসহ ৪টি শ্রেষ্ঠ দুরুদ শরীফ
Ø যৌবনকাল ইসলামে ইবাদতের শ্রেষ্ঠ সময়
Ø চল্লিশ দিন জামাতে নামাজ পড়ার ফজিলত #তাকবীরউলা
Ø আমানত ও ওয়াদা রক্ষার গুরুত্ব
Ø দান সদকার গুরুত্ব ও ফজিলত/Dan
Sadaka
Ø হস্তমৈথুন এবং এটা থেকে বাঁচার উপায়/Hastamaithun