Breaking

May 26, 2022

হজের প্রস্তুতি/Hajj 2022

হজ্জে গমনের পূর্বের কথা

 

(ক) নিজের গত জীবনের সব পাপের কথা স্মরণ করে আল্লাহ পাকের নিকট তওবা করে ক্ষমা প্রার্থনা করা।

(খ) কারো কাছে ঋণ থাকলে তা পরিশোধ করা। স্ত্রীর মোহরানার টাকা পরিশোধ করা অথবা মাফ চেয়ে নেয়া। কোনো পাওনাদারের মৃত্যু হয়ে থাকলে, তার ওয়ারিসকে তা প্রদান করা। যদি কোনো ওয়ারিস না থাকে তবে তার উক্ত প্রাপ্য হিসাব করে পৃথকভাবে গরিবদের মাঝে দান করে দিতে হবে।

(গ) মাতা, পিতা ও আত্মীয়-স্বজনের নিকট স্বীয় অপরাধের জন্য ক্ষমা চাওয়া এবং বিদায় নেয়া।

(ঘ) শত্রু-মিত্র সবার নিকট নিজের অন্যায় কাজের জন্য ক্ষমা চাওয়া এবং বিদায় নেয়া

(ঙ) কারো আমানত থাকলে তা মালিককে ফিরিয়ে দেয়া।

(চ) কারো সাথে কোনো অন্যায় করে থাকলে তার কাছ থেকে ক্ষমা নেয়া। সে মরে গেলে তার জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা চাওয়া।

(ছ) মন থেকে ক্রোধ, লোভ, হিংসা, অহংকার ও রিয়া দূর করে শান্ত স্বভাস ও পরহেজগারী অবলম্বন করা।

(জ) সুদ, ঘুষ, চুরি বা অন্য কোনো প্রকার অসদুপায়ে উপার্জিত অর্থ হজ্জে যাওয়ার সময় সাথে না নেয়া।

(ঝ) হজ্জে গমনের পূর্বে এ বিষয়ে বিশেষ অভিজ্ঞ লোকের সাথে আলাপ আলোচনা করে তার উপদেশ নেয়া, সৎসঙ্গীসহ হজ্জে গমন করা।

 

সম্পর্কিত আরোও পোষ্ট

হজ্জের গুরুত্ব ও ফযীলত-Hajjer Gurutto o Fajilat

হজ্জের ফরয, ওয়াজিব সুন্নাতসমূহ

বেসরকারিব্যবস্থাপনায় হজ করতে কত টাকা লাগবে?

এ বছর হজ করতে পারবেন ১০ লাখ

কোন দেশ থেকে কত মানুষ হজে যেতে পারবে

 

হজ্জের আসবাবপত্র

হজ্জে গমনেচ্ছু ব্যক্তির রওয়ানা হওয়ার পূর্বেই নিম্নলিখিত জিনিসপত্রগুলো অবশ্য সাথে নিতে হবে যেমন- কোমরে জড়িয়ে বাঁধার উপযোগী কাপড় এবং কাফনের উপযোগী কাপড়, সর্বদা পরিধানের জন্য লম্বা পিরহান, পাজামা, তিন চারখানা লুঙ্গি, গামছা, প্রস্রাব করে কুলুখ নেয়ার জন্য টুকরা টুকরা ন্যাকড়া বা টয়লেট পেপার, ক্ষুর, কাঁচি, সুই, সুতো, ছুরি, বাসন, পেয়ালা, গ্লাস, বদনা, চামচ, বালতি, রশি, গায়ে মাখার ও কাপড় কাঁচার সাবান, তেল, ঘৃত, চিনি, মিছরী, চিড়া, ছাতু, গরম মসল্লা, পান, সুপারি, চুন, আয়না, চিরুনি, ঘড়ি, দিক নির্ণয়ের জন্য কম্পাস, ছোট কুরআন শরীফ, অজিফা, তাসবীহ, নোট বুক, কাগজ, কলম, পেনসিল, মেসওয়াক, ম্যাচ, আচার, কাগজী লেবু, তেঁতুল, বিছানার জন্য চট, কম্বল, সতরঞ্জি, বিছানার চাদর, বালিশ প্রভর্তি সাথে নিতে হবে টাকা-পয়সা কারো কাছে না দিয়ে অতি সাবধানে নিজের কাছে রাখবেন। সর্বদা আপন মুয়াল্লিনের নির্দেশ মতো চলবেন। যেখানে যা করতে হয় তিনি সব কিছু বলে দিবেন।


আরো পড়তে পারেনঃ

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত

নামাযের প্রয়োজনীয় দোয়াসমূহ

নামাজ বা সালাত আদায়ের নিয়ম-Namaj Adayer Niyom

৫ টি কথায় সকল চাওয়া/ যেসব আমলে দ্রুত দোয়া কবুল হয়

তওবা কবুল হওয়ার শর্ত/Taoba Kobul Hoyar Sorto

সালাতুস তাসবীহ

দোয়া করার নিয়ম

শাওয়ালের ছয় রোজা

নামাজ ও যাকাত এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা

কুরবানীর ইতিহাস, তত্ত্ব, ফাযায়েল ও মাসায়েল

কোরবানীর ইতিহাস ও ওয়াজিব হওয়ার শর্ত/Qurbani

কুরবানির পশু জবাইয়ের দোয়া ও পদ্ধতি

মহানবীকে স্বপ্নে দেখার উপায়-Mohanobi ke sopne dekhar amol

যে সময় দোয়া কবুল হয়-Je Somoy Dua Korle Kobol Hoy

ঈদের নামাজের নিয়ত ও নিয়ম-Eider namajer niyot o niyom

আকিকার গোসত কতদিন খাওয়া যাবে-Akikar Mangso

আকীকা এবং কিছু ভ্রান্ত ধারণা/Akikar Niyom

রোজা ভঙ্গের কারণসমুহ

রোজার মাকরুহসমূহ

রোজার কাফ্‌ফারা-র মাসায়েল

রোজার কাযার মাসায়েল

নফল রোজার মাসআলা/Nafal Rojar Masala

তওবার নামাজ কিভাবে পড়তে হয়

ইবাদত কবূল হওয়ার শর্তাবলী ১ম পর্ব

ইসলাম ও ঈমানের দাওয়াত

সূরা ফাতিহা/Surah Fatiha

সূরা ফাতিহার শানে নুযূল/ Sura Fatihar Sane Nuzul

সূরা ফাতিহার বৈশিষ্ট্য ও ফজিলত/Sura Fatihar Fojilot

কবিরা গুনাহসমূহ/Kobira Gunahasomuh

পাঁচ কালেমা আরবি ও বাংলা অর্থসহ উচ্চারণ/5 Kalema

শিরকের বিবরণ/Shirok

প্রস্রাব-পায়খানা করার নিয়ম/Prosrab-paykhana korar niyom

মা–বাবা সাথে সন্তানের আচরণ কেমন হবে/Baba-Maa

Popular Posts